সুইডেনে অভিবাসী বাংলাদেশিদের ‘তারুণ্যের উৎসব’ উদযাপিত

উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ দূতাবাস, স্টকহোমে ´তারুণ্যের উৎসব ২০২৫´ উদযাপিত।
উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ দূতাবাস, স্টকহোমে ´তারুণ্যের উৎসব ২০২৫´ উদযাপিত।

উৎসবমুখর পরিবেশে সুইডেনে অনুষ্ঠিত হয়ে গেল অভিবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে ´তারুণ্যের উৎসব ২০২৫´।

স্টকহোমে বাংলাদেশ দূতাবাসের দিনব্যাপী আয়োজনে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রাফিতি প্রদর্শনী এবং শিশু-কিশোরদের জন্য বিভিন্ন প্রতিযোগিতা।

বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার এ তথ্য জানিয়েছে।

তারুণ্যের উৎসবে স্থানীয় বাংলাদেশি অভিবাসী ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারিরা অংশ নেন বলে ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

উৎসবের প্রথম ভাগে ছিল শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন, কুইজ ও নির্ধারিত বক্তৃতা প্রতিযোগিতা। মূল প্রতিপাদ্য ছিল- বাংলাদেশ নিয়ে শিশু-কিশোরদের ভাবনা, বিশেষ করে ভবিষ্যতে তারা কেমন বাংলাদেশ তারা দেখতে চায়।

দারিদ্রমুক্ত, সমতার বাংলাদেশ দেখতে চায় ভবিষ্যৎ প্রজন্ম- এমনটি উঠে এসেছে শিশু-কিশোদের মনোভাবে। তারা সবার জন্য শিক্ষা, পরিচ্ছন্ন পরিবেশ, উন্নত যোগাযোগ ও ট্রাফিক ব্যবস্থার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছে বক্তৃতায়।

উদযাপনের দ্বিতীয় ভাগে শিশু-কিশোররা ও আমন্ত্রিত অতিথিরা পরিবেশন করেন গান ও কবিতা আবৃত্তি।

পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিরা গ্রাফিতি প্রদর্শনী উপভোগ করেন।

আরও পড়ুন

সর্বশেষ

ads