থাইল্যান্ডের ব্যাংককে বিমসটেক সম্মেলনের সাইডলাইনে আগামী ৪ এপ্রিল প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে বলে খবর দিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।
বুধবার বিকেলে ঢাকা ও দিল্লির সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন বার্তা সংস্থাটির কাছে।
বাংলাদেশ সরকারের শীর্ষ এক কর্মকর্তা ইউএনবিকে বলেন, “আমি আপনাকে বলতে পারি, বৈঠকটি অনুষ্ঠিত হবে।”
তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছুই বলেননি ওই কর্মকর্তা।
বুধবার থাইল্যান্ডের রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন বলেছিলেন, “বিমসটেক সম্মেলনের সাইডলাইনে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠক নিয়ে বাংলাদেশ আশাবাদী।”
অন্যদিকে রোহিঙ্গা সংকট ও সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত প্রধান উপদেষ্টার উচ্চ পর্যায়ের প্রতিনিধি ড. খলিলুর রহমান রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আজ এক প্রেস ব্রিফিংয়ে বলেন, “আমরা ভারতের সঙ্গে এই বৈঠক (দুই দেশের নেতাদের মধ্যে) আয়োজনের অনুরোধ করেছি… এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
এক প্রশ্নের জবাবে ড. খলিলুর বলেন, “বিমসটেক সদস্য রাষ্ট্রগুলোর নেতারা সংস্থাটির ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করবেন, তাই অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠক হওয়ার সুযোগ রয়েছে।”
তিনি আরও জানান, প্রধান উপদেষ্টা বিমসটেক সদস্য রাষ্ট্রগুলোর নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।
আগামী ৪ এপ্রিল অধ্যাপক ইউনূসকে আনুষ্ঠানিকভাবে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে।
ব্যাংককে বুধবার বিমসটেক শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। এতে অংশ নিয়েছে বঙ্গোপসাগর অঞ্চলের ৭টি দেশ। সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার ব্যাংককে যাবেন প্রধান উপদেষ্টা।
বিমসটেকের সদস্য রাষ্ট্রগুলো হলো– বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল, মিয়ানমার, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।