প্রায় ২৮ বছরের সংসার জীবন, অথচ শোবিজের কোনো অনুষ্ঠানে তারকা দম্পতি জাহিদ হাসান ও সাদিয়া ইসলাম মৌকে দেখা গেছে কদাচিৎ। এ থেকে গুঞ্জন ওঠে কেমন চলছে তাদের দাম্পত্য জীবন, সব ঠিকঠাক চলছে তো?
সম্প্রতি এক পডকাস্টে এসব গুঞ্জনের জবাব দিয়েছেন জাহিদ হাসান। রাখঢাক না রেখে জানিয়ে দিয়েছেন, সুখেই আছেন তারা।
জাহিদ হাসান বলেন, “আমরা ভালো আছি। কিছু মানুষ আছে যাদের সবসময় কিছু না কিছু বের করতে হয়। তাই তারা এমন গল্প বানায়। মৌ আমার সবকিছু দেখাশোনা করে। রান্না করে খাওয়ায়। সত্যি বলতে কী, আমি মায়ের মতো একটা স্ত্রী পেয়েছি।”
জাহিদ-মৌ দম্পতির দুই সন্তান। তাদের বড় মেয়ের নাম জোহায়রা জাহিদ পুষ্পিতা। ছোট সন্তান জারিফ জাহিদ সাইম। দুজনেই পড়াশোনা করছেন।
স্ত্রীর প্রশংসা করতে গিয়ে খানিকটা আবেগীও হয়ে ওঠেন জাহিদ হাসান।
বলেন, “আমাদের কখনো ইগোর লড়াই হয় না। কারণ, মৌ আমার চেয়ে অনেক ভালো মানুষ।”
জাহিদ হাসান বলেন, “মানুষ যা বলে, সেটা একদিক দিয়ে ঠিকই। আমরা একসঙ্গে কোথাও খুব একটা যাই না। শুটিংয়ের ব্যস্ততার কারণেই এমনটা হয়। নিজের ভাইয়ের বিয়েতেও যেতে পারিনি আমি। কারণ, সেদিন নাটকের শো ছিল বরিশালে। এখনো যদি কোনো ক্লাবে যাই, আড্ডা শেষ করে বের হতে ইচ্ছাই করে না। তাই অনুষ্ঠানে মৌ-ই একা যায়।”
অতীত প্রেম নিয়েও কথা বলেন জাহিদ। জানান, তার সাবেক প্রেমিকার কথা মৌ জানেন এবং সেটা নিয়ে মাঝেমধ্যেই মজা করেন।
অতীতে এক জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্কে ছিলেন জাহিদ। একসঙ্গে অভিনয় করেছেন বহু নাটকে। তবে সম্পর্ক ভাঙার পর আর কখনো একসঙ্গে কাজ করেননি। এখন অনুষ্ঠানে দেখা হলেও দু’জনের মধ্যে কোনো কথা হয় না।
জাহিদ হাসান বলেন, “তাকে নিয়ে কিছু বললে অসম্মান করা হয়, সেটা চাই না। আমি তাকে একসময় ভালোবেসেছিলাম। আমার মতো সেও ভালো আছে। এটাই সবচেয়ে বড় কথা।”