যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, একটি শান্তি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার দখলে থাকা ক্রিমিয়ার দাবি ছাড়তে রাজি আছেন বলে তিনি মনে করেন।
ভ্যাটিকানে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগদান শেষে যুক্তরাষ্ট্রে ফিরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজের এই ধারণার কথা জানান ডোনাল্ড ট্রাম্প।
রাশিয়া ২০১৪ সালে ক্রিমিয়া দখল করে নেয় এবং এরপর থেকে তা রাশিয়ার নিয়ন্ত্রণেই রয়েছে। তবে ইউক্রেন বরাবরই ক্রিমিয়াকে নিজেদের দেশের অংশ দাবি করে তার মালিকানা রাশিয়াকে দিয়ে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে এসেছে।
ভ্যাটিকানে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগদানের ফাঁকে ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে বৈঠক হয়। দেশের ফেরার পর সেই বৈঠকের সূত্র ধরে সাংবাদিকরা ট্রাম্পের কাছে জানতে চান, জেলেনস্কি ক্রিমিয়া রাশিয়াকে ছেড়ে দিতে রাজি আছে কি না। জবাবে ট্রাম্প বলেন, “আমি তেমনটাই মনে করি।”
আগামী দুই সপ্তাহের মধ্যে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি চুক্তি হতে পারে– এমন ইঙ্গিত দিয়ে ট্রাম্প বলেন, তিনি ভ্লাদিমির পুতিনের প্রতিও যুদ্ধ বন্ধ করে চুক্তিতে সই করার আহ্বান জানিয়েছেন।
এর আগে ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে বলেছিলেন, “চুক্তির বেশিরভাগ গুরুত্বপূর্ণ বিষয়ে সম্মত হওয়া গেছে।” বলা হচ্ছে, চুক্তি সম্পাদনের অংশ হিসেবে ইউক্রেনকে ক্রিমিয়াসহ রাশিয়ার দখলে থাকা ভূখণ্ডের দাবি ছেড়ে দিতে হতে পারে। অবশ্য এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে কী আছে তা এখনও প্রকাশ করা হয়নি।
সম্প্রতি টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ইউক্রেনের ন্যাটোতে যোগদানের আকাঙ্ক্ষাকে রাশিয়ার সঙ্গে যুদ্ধের কারণ হিসেবে উল্লেখ করে কিয়েভকে দোষারোপ করেন। সেই সাক্ষাৎকারেও ট্রাম্প বলেন, “ক্রিমিয়া রাশিয়ার সঙ্গেই থাকবে।”
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ার পর থেকে এ পর্যন্ত দেশটির প্রায় ২০ শতাংশ অঞ্চলে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে রাশিয়া।