দেড় যুগ পর ২৭ বিসিএসের ১১৩৭ জনকে নিয়োগের নির্দেশ

supreme-court

দেড় যুগ আগে ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে নিয়োগবঞ্চিত ২৭তম বিসিএসের ১ হাজার ১৩৭ জনকে নিয়োগের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

এ বিষয়ে হাইকোর্টের দেওয়া রায় চ্যালেঞ্জ করে এক হাজার ১৩৭ জন প্রার্থীর পক্ষে করা তিনটি রিভিউ আবেদন মঞ্জুর করে বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ রায় দেন বলে জানিয়েছে ডেইলি স্টার।

নিয়োগবঞ্চিতদের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী সালাউদ্দীন দোলন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক।

বাসসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় ২৭ তম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষা বাতিল করে দেয় সরকারি কর্মকমিশন (পিএসসি)। ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে প্রার্থীদের পক্ষে মনির হোসেনসহ কয়েকজন হাইকোর্টে রিট করেন। সেই রিটের শুনানি নিয়ে হাইকোর্ট ২০০৮ সালের ৩ জুলাই প্রথম মৌখিক পরীক্ষা বাতিলে পিএসসির সিদ্ধান্ত বৈধ ঘোষণা করে রায় দেয়। এর পর দ্বিতীয়বারের মতো মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় মৌখিক পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে মো. সোহেল রানাসহ কয়েকজন হাইকোর্টে আরেকটি রিট করলে হাইকোর্ট দ্বিতীয় মৌখিক পরীক্ষা অবৈধ ঘোষণা করে রায় দেওয়ার পাশাপাশি প্রথম মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের তিন মাসের মধ্যে মেধার ভিত্তিতে নিয়োগ প্রদান এবং দ্বিতীয় পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকরিতে নিযুক্তদের বহাল রাখার নির্দেশ দেয়।

তবে হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে সরকারের করা তিনটি আপিলের শুনানি শেষে ২০১০ সালের ১১ জুলাই তৎকালীন প্রধান বিচারপতি মো. ফজলুল করিমের নেতৃত্বাধীন ছয় বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বিভাগ রায় দেন। সে রায়ে ২৭তম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষা বাতিল বৈধ বলে হাইকোর্টের রায় বহাল রাখা হয়। সেই রায়ের বিরুদ্ধে রিট আবেদনকারীরা আপিল বিভাগে লিভ টু আপিল করেন।

আরও পড়ুন