২০২৪ সালে ১২৪ সাংবাদিককে হত্যা, বেশিরভাগ ইসরায়েলের হাতে

১৬ জানুয়ারি, ২০২৫ তারিখে দক্ষিণ গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত সাংবাদিক আহমেদ আল-শায়াহর স্বজনরা তার কাফন ঢাকা মরদেহের পাশে শোক প্রকাশ করছেন। ছবি: আল-জাজিরা
১৬ জানুয়ারি, ২০২৫ তারিখে দক্ষিণ গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত সাংবাদিক আহমেদ আল-শায়াহর স্বজনরা তার কাফন ঢাকা মরদেহের পাশে শোক প্রকাশ করছেন। ছবি: আল-জাজিরা

গণমাধ্যমের জন্য সবচেয়ে প্রাণক্ষয়ী বছর হিসেবে ২০২৪ সালকে চিহ্নিত করা হয়েছে, যে বছর হত্যা করা হয়েছে ১২৪ জন সাংবাদিককে। আর এর দুই তৃতীয়াংশের জন্য দায়ী ইসরায়েল।

কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট (সিপিজে) বুধবার তাদের বার্ষিক প্রতিবেদনে এ পরিসংখ্যান তুলে ধরেছে।

ওই প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে বিশ্বের ১৮টি দেশে মোট ১২৪ জন সাংবাদিক নিহত হয়েছেন, যা তিন দশকের মধ্যে সর্বোচ্চ।

এরআগে সবচেয়ে বেশি সংবাদকর্মী নিহতের ঘটনা ঘটে ২০০৭ সালে, যেসময় প্রায় অর্ধেক ইরাক যুদ্ধে প্রাণ হারিয়েছিলেন।

কমিটির প্রধান জোডি গিন্সবার্গ এক বিবৃতিতে বলেন, “সিপিজের ইতিহাসে এখন সাংবাদিক হওয়া সবচেয়ে বিপজ্জনক সময়।”

“গাজায় যুদ্ধ সাংবাদিকদের উপর অস্বাভাবিক প্রভাব ফেলেছে। সংঘাতপূর্ণ অঞ্চলে সাংবাদিকদের সুরক্ষার মানদণ্ডের অবনতি দেখা গেলেও সংঘাতই সাংবাদিকদের জন্য একমাত্র বিপজ্জনক বিষয় নয়।”

সিপিজের প্রতিবেদনে বলা হয়েছে শুধু গাজাতেই ইসরায়েলি সেনাবাহিনীর হাতে অন্তত ৮৫ সংবাদকর্মী নিহত হয়েছে, যার মধ্যে ৮২ জনই ফিলিস্তিনি।

সাংবাদিকদের অধিকার রক্ষাকারী সংগঠনটির অভিযোগ ইসরায়েল এসব হত্যাকাণ্ডের তদন্তে বাধা দানসহ মৃত্যুর জন্য সাংবাদিকদের দোষারোপ করছে। তাছাড়া এতো গণমাধ্যমকর্মী হত্যার জন্য নিজের সামরিক বাহিনীর সদস্যদের জবাবদিহিতার আওতায় আনার দায়িত্বও উপেক্ষা করছে।

এর পরেই সাংবাদিক হত্যার ক্ষেত্রে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তান ও সুদান। দুই দেশেই ছয়জন করে সাংবাদিক হত্যার শিকার হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, এর মধ্যে অন্তত ২৪ জন সাংবাদিককে তাদের কাজের জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে হত্যা করা হয়। যা থেকে বোঝা যায় যে ‘উদ্দেশ্যপ্রণোতিক হত্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে।

এর মধ্যে ১০ জন গাজা ও লেবাননে ইসরায়েলি বাহিনীর হাতে এবং বাকি ১৪ জন হাইতি, মেক্সিকো, পাকিস্তান, মিয়ানমার, মোজাম্বিক, ভারত, ইরাক ও সৌদি আরবে হত্যার শিকার হন।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে ৪৩ জন ফ্রিল্যান্সার সাংবাদিক নিহত হয়েছেন, যা মোট সংখ্যার ৩৫ শতাংশ। এ মধ্যে ৩১ জনই ফিলিস্তিনি এবং গাজা থেকে প্রতিবেদন করার সময় নিহত হয়।

আরও পড়ুন