ঢাকায় কলাবাগানে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) আহ্বায়কসহ ১৪ জনকে।
শুক্রবার ঘটনাস্থল থেকে কলাবাগান থানা বৈছাআ’র আহ্বায়ক সালাউদ্দিন সালমানসহ বাকিদের গ্রেপ্তার করা হয়।
কলাবাগান থানার ওসি মুক্তারুজ্জামান সাংবাদিকদের বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার আহ্বায়ক সালাহউদ্দিন সালমানসহ ১৪ জন রাসেল স্কয়ারের একটি ভবনে শেখ কবির নামের এক ব্যক্তির ব্যবসায়িক প্রতিষ্ঠানে চাঁদা দাবি করে এবং হামলা করে।
খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থল থেকে ওই ১৪ জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে বলে জানান তিনি।
ওসি বলেন, “তারা লেক সার্কাস এলাকায় কাবিকো কনস্ট্রাকশন নামে কোম্পানির অফিসে ভাঙচুর চালান।
“ঘটনাস্থলে গিয়ে পুলিশ ওই অফিসের সিসি ক্যামেরাগুলো ভাঙা অবস্থায় পেয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের কাছে পাওয়া গেছে ৩১ হাজার টাকা।”
তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটি মামলা হয়েছে। মামলায় ওই কার্যালয়ে ভাঙচুর এবং ড্রয়ার ভেঙে তিন লাখ টাকা লুটের অভিযোগ আনা হয়েছে।
মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার আহ্বায়ক সালাহউদ্দিন সালমান ছাড়াও ইমন, রিয়েল খান, সাজিদুল ইসলাম, শাহাদাত হোসেন, মো. উৎস, মো. আবির, মো. ফারহান, পারভেজ হাওলাদার, হৃদয় হোসেন, নাইম হাওলাদার, আরাফাত আহম্মেদ, রুবেল, রাব্বিসহ অজ্ঞাতনামা আরও পাঁচ–সাতজনকে আসামি করা হয়েছে।
ওসি মুক্তারুজ্জামান আরও বলেন, আসামিরা পান্থপথের লেক সার্কাসের ভবনটির তৃতীয় তলায় অবস্থিত ওই অফিসের দখল নিতে গিয়েছিল।