ভারতের দিল্লিতে ১৭৫ বাংলাদেশি শনাক্ত হয়েছেন, যাদের বিরুদ্ধে যথাযথ নথিপত্র ছাড়া বসবাসের অভিযোগ এনেছে দেশটির পুলিশ।
রোববার দেশটির হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানায়, বেআইনি বাংলাদেশি অভিবাসী সমস্যা সমাধানে এই অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানে তাদের পরিচয় যাচাই করা এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দিল্লির আউটার ডিস্ট্রিক্ট পুলিশের আওতাধীন এলাকায় ১৭৫ জন সন্দেহভাজন বাসিন্দার খোঁজ পাওয়া গেছে দিল্লি পুলিশের ভাষ্য।
এক বিবৃতিতে পুলিশ বলেছে, বৈধ নথি ছাড়া বসবাসরত ব্যক্তিদের শনাক্ত, আটক এবং ফেরত পাঠানোর কাজ শুরু করেছেন তারা। আউটার ডিস্ট্রিক্টের আওতাধীন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালানো হয়েছে।
বৈধ ভারতীয় নথি ছাড়া বসবাসকারী বাংলাদেশি অভিবাসীদের সংখ্যা বৃদ্ধি নিয়ে উদ্বেগের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেয় দিল্লি কর্তৃপক্ষ।
এদিকে ‘অবৈধ বাংলাদেশি’দের জন্য ভারতে ডিটেনশন সেন্টার বা বন্দিশালা তৈরির ঘোষণা দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবিস।
তিনি বলেছেন, অবৈধ বাংলাদেশিদের জন্য মুম্বাইয়ে ভালো ডিটেনশন সেন্টার তৈরি করা হবে। কারণ তাদের সরাসরি কারাগারে রাখা যাবে না।