বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ আসামির মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা বহাল রেখে রায় দিয়েছে হাইকোর্ট।
রোববার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করে।
এর আগে আসামিদের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন), জেল আপিল ও নিয়মিত আপিলের ওপর শুনানি শেষে গত ২৪ ফেব্রুয়ারি হাইকোর্ট রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন। সেই রায় রোববার ঘোষণা করা হলো।
২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হল থেকে আবরার ফাহাদের মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
মরদেহ উদ্ধারের পর আবরারের বাবা চকবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৯ সালের ১৩ নভেম্বর বুয়েটের ২৫ শিক্ষার্থীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।
অভিযোগপত্রে বলা হয়, ছাত্রশিবিরের কর্মী সন্দেহে ভিত্তিহীন ও মিথ্যা অভিযোগ তুলে আসামিরা পরস্পরের যোগসাজশে আবরারকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয়।
বিচারিক প্রক্রিয়া শেষে ২০২১ সালের ৮ ডিসেম্বর মামলার রায় ঘোষণা করে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১। রায়ে ২০ আসামিকে মৃত্যুদণ্ড এবং ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
এরপর আসামিদের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ডের অনুমোদনের জন্য বিচারিক আদালতের রায় ও নথি) ২০২২ সালের ৬ জানুয়ারি হাইকোর্টে পৌঁছায়। অন্যদিকে, কারাগারে থাকা আসামিরা কারা কর্তৃপক্ষের মাধ্যমে জেল আপিল ও নিয়মিত আপিল করেন। ২০২২ সালের ২৬ জানুয়ারি জেল আপিল গ্রহণ করে হাইকোর্ট।
গত ২৮ নভেম্বর রাষ্ট্রপক্ষ মামলার পেপারবুক (বৃত্তান্ত) উপস্থাপনের মাধ্যমে আপিলের শুনানি শুরু করে। এরপর গত ১০ ফেব্রুয়ারি থেকে পুনরায় শুনানি শুরু হয় এবং একদিন বাদে প্রতি কার্যদিবসেই শুনানি চলে।
রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জসিম সরকার, খন্দকার বাহার রুমী, নূর মুহাম্মদ আজমী ও রাসেল আহমেদসহ কয়েকজন আইনজীবী শুনানিতে অংশ নেন। আসামিপক্ষে আইনজীবী এস এম শাহজাহান, আজিজুর রহমান দুলু, মাসুদ হাসান চৌধুরী ও মোহাম্মদ শিশির মনির যুক্তি উপস্থাপন করেন।
সর্বশেষ গত ২৪ ফেব্রুয়ারি শুনানি শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়। রোববার হাইকোর্ট সেই রায় ঘোষণা করলো।