ভারতের উত্তরখণ্ডের চামোলি জেলায় তুষারধসে পর ২৪ জন শ্রমিক এখনও আটকা পড়ে আছেন। এ পর্যন্ত ১১ জনকে উদ্ধার করেছেন উদ্ধারকারীরা।
ঘটনাটি ঘটেছে শুক্রবার বদ্রীনাথ মন্দির থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে সীমান্তবর্তী মানা গ্রামের কাছে। ওই শ্রমিকরা তখন রাস্তা তৈরির কাজ করছিলেন।
এনডিটিভি জানিয়েছে, সেখানে মোট ৫৭ জন শ্রমিক কাজ করছিলেন, যাদের মধ্যে ২২ জন তুষারধস থেকে বেঁচে ফিরে আসতে সক্ষম হন। সীমান্ত সড়ক সংস্থার (বিআরও) ১১ জন শ্রমিককে এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে এবং তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিআরও এর নির্বাহী প্রকৌশলী সিআর মীনা জানিয়েছেন, প্রবল তুষারপাতের কারণে উদ্ধার অভিযান ব্যহত হচ্ছে।
তুষারধসের পরপরই রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী, জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী, জেলা প্রশাসন, ভারত-তিব্বত সীমান্ত পুলিশ ও বিআরও এর বিশেষ দল উদ্ধার কাজ শুরু করে।
গত দুইদিন ধরেই প্রবল তুষারপাত হচ্ছিল উত্তরখণ্ড জুড়ে। শুক্রবার সকালে তা তুষারধসের আকার নেয়।
রাজ্যের মানা এবং ঘাস্তোলিকে সংযোগকারী জাতীয় সড়কের উপর তুষারধসে পড়লে বরফের তলায় চাপা পড়েন শ্রমিকরা।
তুষারধসের আশঙ্কায় বদ্রীনাথের বাসিন্দাদের আগেই সতর্ক করে দেওয়া হয়েছিল।