সাভারের জাতীয় স্মৃতিসৌধে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ মুক্তিযুদ্ধের সপক্ষের স্লোগান দেওয়ার অপরাধে ‘মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের’ তিন জনকে আটক করেছে বাংলাদেশের পুলিশ।
পুলিশ বলছে, উসকানিমূলক স্লোগান দেওয়ার অপরাধে তাদের আটক করা হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ‘মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’–এর পতাকা হাতে সংগঠনটির নেতা-কর্মীরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর স্মৃতিসৌধের বেদির সামনে থেকে তারা ‘জাতির পিতা শেখ মুজিব, লও লও লও সালাম’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘তুমি কে আমি কে, বাঙালি বাঙালি’সহ নানা স্লোগান দিয়ে ফটকের দিকে এগিয়ে যান।
এ সময় স্মৃতিসৌধে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাদের ধাওয়া দিয়ে তাদের আটক করে গাড়িতে তুলে নেন।
সামাজিক যোগোযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আটক ব্যক্তিদের গাড়িয়ে বসিয়ে রাখা হয়েছে। এসময় কয়েকজন সাংবাদিক দায়িত্বরত পুলিশ সদস্যদের কাছে জানতে চান- ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়া কোনো অপরাধ কিনা। তবে ওই পুলিশ সদস্য কোনো সদুত্তর না দিয়ে এড়িয়ে যেতে চাইলে তারা নানা প্রশ্ন করতে থাকেন।
গাড়িতে বসিয়ে রাখা একজনকে স্লোগান দেওয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি বলতে থাকেন, ‘আমরা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, আমরা স্বাধীনতার সপক্ষের শক্তি।’ পরিচয় জানতে চাইলে আরেকজন বলেন, ‘আমি মুক্তিযোদ্ধার সন্তান। এটা আমার সবচেয়ে বড় পরিচয়।’ পরে জানান, তার নাম আমিন মুসল্লি। তিনি বরগুনা সদর থেকে এসেছেন।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির সাংবাদিকদের বলেন, আটকরা জাতীয় স্মৃতিসৌধে উসকানিমূলক স্লোগান দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছিলেন।