ঢাকার রামপুরা বনশ্রীতে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে তার সঙ্গে ব্যাগে থাকা স্বর্ণালঙ্কার লুটে নেওয়ার ঘটনায় ছয় জনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার দুপুরে সংবাদ সম্মেলন করে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরবেন বলেও জানান তালেবুর রহমান।
গত ২৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে বনশ্রী ডি ব্লকের ৭ নম্বর সড়কে নিজের বাসায় ঢোকার আগ মুহূর্তে আনোয়ার হোসেন নামে ওই স্বর্ণ ব্যবসায়ী দুর্বৃত্তদের কবলে পড়েন।
সেদিন রামপুরা থানার ওসি আতাউর রহমান আকন্দ বলেন, “বাসায় ঢোকার আগ মুহূর্তে তাকে (আনোয়ার) ঘিরে ধরে মোটরসাইকেলে আসা কয়েকজন। তারা তাকে গুলি করে পালিয়ে যায়। এ সময় তারা ২০০ ভরি স্বর্ণ ও নগদ এক লাখ টাকাসহ একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে গেছে বলে ওই ব্যক্তি জানিয়েছেন।”
পরে গুলিবিদ্ধ জুয়েলারি ব্যবসায়ীআনোয়ার হোসেনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তিনি বনশ্রীতে ‘অলংকার জুয়েলার্স’ নামে একটি গয়নার দোকান চালান।
এ ঘটনার একটি ভিডিও ফেইসবুকে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় তিনটি মোটরসাইকেলে আসা ৬-৭ জন লোক আনোয়ারকে ঘিরে ধরে। এক পর্যায়ে তাকে ছুরি মারতে ও গুলি করতেও দেখা যায়। কয়েক সেকেন্ডের মধ্যে হামলাকারীরা আনোয়ারের সঙ্গে থাকা ব্যাগ নিয়ে মোটরসাইকেলে চলে যায়।