গ্রীষ্মে যেমন সবুজে ঢাকা, তেমনি শীতকালে বরফে মোড়ানো, শরতে রঙিন আর বসন্তে নতুন জীবনে পূর্ণ। প্রকৃতিপ্রেমিরা তাই এখানে ছুটে আসেন দূরদূরান্ত থেকে। পুরো এলাকাটি ছোট ছোট দ্বীপ নিয়ে দাঁড়িয়ে, যেগুলো কাঠের সেতু ও হাঁটার পথ দিয়ে একে অপরের সঙ্গে যুক্ত। রয়েছে ফ্রি ফায়ারপ্লেস ও কাঠের তৈরি কটেজ, যেখানে পর্যটকেরা সসেজ কিংবা চিকেন গ্রিল করেন। পাশেই রয়েছে কফিশপ।অনেক স্থানীয় চিত্রশিল্পী ও ফটোগ্রাফার কইতেলিনকস্কিকে ছুটে আসেন অনুপ্রেরণার খোঁজে। ফটোশুট, আর্ট প্রজেক্ট বা মিউজিক ভিডিওর জন্য অত্যন্ত জনপ্রিয় একটি লোকেশন এই কৈতেলিনকস্কি।জলপ্রপাতের গর্জন, পাখির ডাক, আর গাছের পাতার শব্দ যে প্রাকৃতিক সিম্ফনি তৈরি করে তা স্মৃতিতে তুলে রাখার মতোই।