গান্ধীকে জাতির পিতা মানেন না অভিজিৎ, পেলেন আইনি নোটিস

Gandhi-Abhijit

মোহনদাস করমচাঁদ গান্ধীকে নিজের দেশের জাতির পিতা হিসেবে মানেন না ভারতের গায়ক অভিজিৎ ভট্টাচার্য।

আর সেই মনোভাব প্রকাশেও অকপট এই প্লেব্যাক শিল্পী। আর এ জন্য আইনি ঝামেলাও ফেঁসেছেন অভিজিৎ।

শুভংকর মিশ্রর পডকাস্টে এসে অভিজিৎ বলেছেন, গান্ধী তো ভারতের নন, ‘পাকিস্তানের জাতির পিতা ছিলেন’।

গায়কের কথায়, “ভারত আগে থেকেই ছিল, পরে ভারত থেকে পাকিস্তান আলাদা হয়েছে।” 

তিনি বলেন, “গান্ধীকে ভুল করে ভারতের জাতির পিতা বলা হয়েছে। তার জন্যই পাকিস্তান তৈরি হয়েছে। পরে ভারত থেকে পাকিস্তান আলাদা হয়ে যায়।”

টাইমস অব ইন্ডিয়া লিখেছে, গান্ধীকে ‘পাকিস্তানের জাতির পিতা’ বলায় পুণের আইনজীবী অসীম সরোদ তাকে আইনি নোটিস পাঠিয়েছেন। 

সেখানে তাকে লিখিতভাবে ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে। না হলে অভিজিতের বিরুদ্ধে ফৌজদারী মামলা করা হবে বলেও সতর্ক করেছেন নোটিশ পাঠানো ওই আইনজীবী। 

সাতচল্লিশের দেশভাগ নিয়ে গান্ধীজির উক্তি ওই নোটিসে দেওয়া হয়েছে।

আইনজীবী অসীম সরোদ বলেন, “গান্ধীজি বলেছিলেন, দেশ ভাগ করতে হলে আমার মৃতদেহের উপর দিয়ে সেটা করতে হবে। যতদিন আমি বেঁচে, কিছুতেই ভারত ভাগে রাজি হব না। সেই মত গান্ধী হিন্দু-মুসলিম ঐক্যের জন্য অক্লান্ত পরিশ্রম করেছিলেন। সৌভ্রাতৃত্বের আদর্শকেও প্রচার করেছিলেন।”

গান্ধীকে নিয়ে মন্তব্য করায় অনেকেই অভিজিতের ওপরে ক্ষেপেছেন।

একজন বলেন, “উনি জাতির জনক ছিলেন কি ছিলেন না, তা ঠিক করার আপনি কে?’ ”

একজন বলেছেন, “অভিজিতের থেকে ভালো কিছু আশা করাই যায় না। । এসব মানুষেরা বড় চেয়ারে বসে শুধুমাত্র বাজে কথাই বলেন।”

ওই পডকাস্টে সেখানেই থেমে যাননি অভিজিৎ। তিনি বলেছেন গানের জগতে আর ডি বর্মণ (রাহুল দেব বর্মণ) ছিলেন ‘জাতির জনক’। 

“মহাত্মা গান্ধীর চেয়েও মহান মানুষ ছিলেন আর ডি বর্মণ।”

তবে কেবল গান্ধীকে নিয়েই নয়, এই পডকাস্টে বলিউডের দুই খান শাহরুখ খান এবং সালমান খানকে নিয়েও মন্তব্য করেছেন অভিজিৎ। 

শাহরুখের সঙ্গে কেন তিনি আর কখনো কাজ করতে চান না, সে কথাও যেমন বলেছেন, তেমনই সালমান প্রসঙ্গে অভিজিৎ বলেন, “সালমান এখনো সেই জায়গায় যায়নি, যে তাকে নিয়ে আমার আলোচনা করবেন।“

আরও পড়ুন