কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বানানো এক ‘নারী’র সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে প্রায় ২৮ হাজার ডলার খুইয়েছেন চীনের এক ব্যক্তি।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতারকরা এক নারীর বাস্তবসম্মত ভিডিও ও স্থির চিত্র তৈরি করতে জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যার ব্যবহার করে। এই নারী ‘মিস জিয়াও’ নামে একটি কাল্পনিক চরিত্র হিসেবে আবির্ভূত হয়। পরে এই কৃত্রিম ‘নারী’কে ব্যবহার করে অনলাইনে চীনের ওই নাগরিক লিউকে প্রেমের ফাঁদে ফেলেন প্রতারকরা।
সিসিটিভির প্রতিবেদনের তথ্য অনুযায়ী, প্রতারকরা ভুয়া ছবি ব্যবহার করে লিউকে বোঝায় যে তার ‘গার্লফ্রেন্ড’ একটি ব্যবসা শুরু করতে যাচ্ছেন এবং একজন আত্মীয়ের চিকিৎসা বিল পরিশোধের জন্য তার অর্থের প্রয়োজন। প্রতারকরা বিষয়টিকে বিশ্বাসযোগ্য করতে ভুয়া পরিচয়পত্র এবং চিকিৎসা রিপোর্টও তৈরি করেছিল।
এরপর প্রতারকদের দেওয়া তথ্য বিশ্বাস করে লিউ প্রায় দুই লাখ ইউয়ান (প্রায় ২৮ হাজার ডলার) তার অনলাইন প্রেমিকার ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করেন।
এ ঘটনার পর পুলিশের তদন্তে প্রতারণার বিষয়টি উঠে আসে। তারা দেখতে পায়, একটি প্রতারক দল এআই ব্যবহার করে ভিডিও ও ফটো তৈরি করেছিল। পুরো প্রক্রিয়ায় ভিকটিম লিউ কখনও ব্যক্তিগতভাবে তার প্রেমিকা ‘মিস জিয়াও’র সঙ্গে দেখা করেননি।
এআই টুলসের উন্নতির ফলে সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে প্রতারণার ঘটনার ব্যাপকতা বাড়ছে। এক্ষেত্রে বেশি ব্যবহৃত হচ্ছে জেনারেটিভ এআই।
বিষয়টি উল্লেখ করে এর আগে চলতি মাসের শুরুতেই যুক্তরাষ্ট্রের সামাজিক মাধ্যম জায়ান্ট মেটা ইন্টারনেট ব্যবহারকারীদের সতর্ক করে জানিয়েছিল যে, যারা অনলাইনে প্রেমের প্রতিশ্রুতি দিয়ে অর্থের অনুরোধ করে তাদের কাছ থেকে সতর্ক থাকতে হবে।