‘পুষ্পা টু’ সিনেমা দিয়ে বক্স অফিস মাতিয়া রাখার মধ্যে এবার ‘জেলের ভাত খেয়ে’ আলোচনার জন্ম দিলেন সুপারস্টার আল্লু অর্জুন!
মুক্তির পর তার কয়েদখানায় গমণ নিয়ে চলছে জোর আলোচনা। কয়েদ খানায় ভালোই কেটেছে তার। পেয়েছিলেন বিশেষ শ্রেণির বন্দির মর্যাদা।
গ্রেপ্তারের পর জনপ্রিয় এই তেলেগু অভিনেতাকে তেলেঙ্গানার চঞ্চলগুডা সেন্ট্রাল কারাগারে নিয়ে যাওয়া হয়েছিল।
কারাগারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, এই অভিনেতাকে রাতের খাবারে দেওয়া হয়েছিল ভাত এবং সবজি।
আল্লু আর্জুন কারাগার কর্তৃপক্ষের কাছ থেকে কোনো বিশেষ সুবিধার আবেদনও করেননি।
“আল্লু অর্জুন পুরোপুরি স্বাভাবিক ছিলেন। তার মধ্যে তেমন একটা হতাশা পরিলক্ষিত হয়নি। রাতের খাবারে তিনি ভাত এবং সবজি খেয়েছিলেন।”
তিনি আরও জানান, আদালতের নির্দেশ অনুযায়ী আল্লু আর্জুনকে বিশেষ শ্রেণির বন্দি হিসেবে বিবেচনা করা হয়েছিল।
বিশেষ শ্রেণীর বন্দিদের একটি খাট, একটি টেবিল এবং একটি চেয়ার বরাদ্দ দেওয়া হয়।