চিত্রনাট্য চুরি করে ‘মোয়ানা টু’ নির্মাণের অভিযোগ

Moana 2

ডিজনির জনপ্রিয় অ্যানিমেটেড সিনেমা ‘মোয়ানা টু’র চিত্রনাট্য ‘টুকে’ লেখার অভিযোগ উঠেছে। অভিযোগ কেবল মুখের কথায় আটকে নেই; সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ডিজনির বিরুদ্ধে রীতিমতো মামলা ঠুঁকে দিয়েছেন বাক উডল নামে এক অ্যানিমেটর।

দ্য হলিউড রিপোর্টার লিখেছে ক্যালিফোর্নিয়ার ফেডারেল কোর্টে শুক্রবার মামলা করেছেন উডল। তার অভিযোগ, তিনি ‘বাকি’ নামের একটি অ্যানিমেশন সিনেমার চিত্রনাট্য লিখেছিলেন। ওই সিনেমা থেকে ‘মোয়ানা টু’র গল্প নিয়েছে ডিজনি।

‘বাকি’ ও ‘মোয়ানা টু’ দুইটি গল্পই প্রাচীন পলিনেশিয়ান গ্রামের পটভূমিতে রচিত।

দুই চিত্রানাট্যেই আছে কয়েকজন কিশোর কিশোরী তাদের মা-বাবার শাসন না মেনে নিজেদের আবাসস্থল বাঁচাতে এক বিপজ্জনক সমুদ্রযাত্রায় ঝাঁপিয়ে পড়ে।

‘মোয়ানা টু’র চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন ডেভিড জি ডেরিক জুনিয়র।

প্রথমে টেলিভিশন সিরিজ হিসেবে ‘মোয়ানা টু’ বানানো হলেও পরে আরও কিছু কাজ করে এই সিনেমাটি প্রেক্ষাগৃহে ‘মোয়ানা’র সিকুয়েল হিসেবে মুক্তি দেয় ডিজনি।

উডল বলেছেন, তিনি ‘বাকি’ সিনেমার চিত্রনাট্য এবং একটি নমুনা ট্রেইলার ২০০৩ সালের দিকে দিয়েছিলেন ম্যান্ডেভ্যালি ফিল্মসের তৎকালীন ডিরেক্টর অব ডেভেলপমেন্ট জেনি মার্চিককে।

এরপর ম্যান্ডেভ্যালির সঙ্গে ‘বাকি’ সিনেমার চরিত্র নকশা, প্রযোজনা পরিকল্পনা, স্টোরিবোর্ডসহ আরও কিছু বিষয় নিয়ে আলোচনা হয় বলে তার ভাষ্য।

এই অ্যানিমেটর জানিয়েছেন, ওই সময় ডিজনির সঙ্গে কাজ করত ম্যান্ডেভ্যালি। ম্যান্ডেভ্যালির সঙ্গে তার কাজ করার কথা থাকলেও তা আর এগোয়নি।

২০১৬ সালে আলোড়ন তোলে ওয়ার্ল্ড ডিজনির অ্যানিমেটেড সিনেমা ‘মোয়ানা’।

রন ক্লেমেন্টস ও জন মুস্কারের যৌথ পরিচালনায় নির্মিত সিনেমাটি বক্স অফিসে আয় করে নেয় ৬৮৭ মিলিয়ন মার্কিন ডলার।

সিনেমায় দেখা যায়, পলিনেশিয়ান দ্বীপের রাজকন্যা মোয়ানা ‘তে ফিতির’ নামে একটি পাথরের সঙ্গে এক রহস্যময় ধ্বংসাবশেষ পুনরায় একত্রিত করার জন্য বিশাল সমুদ্র পাড়ি দেয় । পথে তার সঙ্গী হয় কিংবদন্তি মাউয়ি ও তার পোষা মুরগি। এই নিয়েই এগিয়ে যায় সিনেমাটির গল্প।

এরপর থেকেই সিনেমাটির পরবর্তী কিস্তি দেখার জন্য অপেক্ষায় ছিলেন দর্শকেরা। ২৭ নভেম্বর যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে ‘মোয়ানা ২’।

মুক্তির পর ‘মোয়ানা টু’ও হলিউডে বক্স অফিসে আলোড়ন তোলে। সিনেমাটি প্রায় এক বিলিয়ন ডলার আয় করে বছরের চতুর্থ সর্বোচ্চ ব্যবসাসফল সিনেমার তালিকায় নাম লিখিয়েছে।

মনোনয়ন পেয়েছিল গোল্ডেন গ্লোবসে; নাম আছে অস্কারের সংক্ষিপ্ত তালিকাতেও। এর মধ্যেই মামলার মুখে পড়লো ডিজনির এই সিনেমাটি।

আরও পড়ুন