অ্যাঞ্জেল নূরের প্রশংসায় অরজিৎ সিং

Angel Noor- Arjeet Singh

বাংলাদেশি তরুণ গায়ক অ্যাঞ্জেল নূরের একটি গানের প্রশংসা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন এই সময়ে ভারতের সবচেয়ে জনপ্রিয় গায়ক অরজিৎ সিং।

বাংলাদেশের তরুণ তারকা অ্যাঞ্জেল নূরের গাওয়া একটি গান নিজের এক্স হ্যান্ডলে শেয়ার করেছেন অরজিৎ।

নূরের বিভিন্ন স্বরচিত গান সামাজিক যোগাযোগ মাধ্যমের ঘুরে বেড়ায়। বন্ধুদের সঙ্গে অনেক গানই ভাইরাল হয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এ শিক্ষার্থীর। ক্যাম্পাসেও রীতিমতো তারকা নূর। তার অনুরাগীর সংখ্যাটা অনেক হলেও এবার সে সংখ্যায় যোগ হলো অরিজিৎ সিংয়ের নাম।

নূরের জনপ্রিয় গান ‘যদি আবার’ নিজের এক্স হ্যান্ডলে শেয়ার করেন অরিজিৎ। ক্যাপশনে লিখেন– “কী দারুণ গান!” আর এতেই স্পষ্ট তিনি এই তরুণ গায়কের গান শুনে মুগ্ধ।

হঠাৎ অরিজিতের কাছ থেকে এমন প্রশংসায় বিস্মিত অ্যাঞ্জেল নূর। বিশ্বাস করতে পারছিলেন না নিজের চোখকে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টও দেন নূর।

আরও পড়ুন