মুসল্লিদের বাধায় ‘আপন দুলাল’ নামে যে গীতি নাট্যের মঞ্চায়ন বন্ধ হয়ে গিয়েছিল, নানা হস্তক্ষেপে শনিবার সেটি মঞ্চস্থ হয়েছে।
প্রথম আলো জানিয়েছে, শনিবার উপজেলার রানীগঞ্জ বাজারের পাশে উদয়ন কিন্ডারগার্টেন মাঠে নাটকটি মঞ্চস্থ হয়।
নরসিংদীর একটি নাট্যদলের ১৭ জন ও স্থানীয় ৪ জন অভিনয়শিল্পী নাটকটিতে অভিনয় করেছেন।
নাটক মঞ্চস্থ হওয়ার সময় দর্শকসারিতে ছিলেন কাপাসিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আজিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না তাসনীম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নুরুল আমীন, কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক প্রমুখ।
বেলা সাড়ে ১১টায় ‘আপন দুলাল’ শুরু হয়, শেষ হয় সন্ধ্যা ৬টার দিকে। মাঝে ছিল এক ঘণ্টার বিরতি। নাটক উপভোগ করতে উপস্থিত ছিলেন বিপুলসংখ্যক দর্শক।
গত বৃহস্পতিবার ওই মাঠে নাটকটি মঞ্চস্থ হওয়ার কথা ছিল। তবে মুসল্লিদের বাধার কারণে তা বাতিল করা হয়। পরে এ বিষয়ে শুক্রবার পুলিশ, স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর শনিবার মঞ্চস্থ করার সিদ্ধান্ত হয়।
এ সম্পর্কিত খবর: