অস্কারজয়ী ভারতীয় সুরকার এ আর রহমানকে বুকের ব্যথা নিয়ে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন বলছে, রোববার সকাল সাড়ে ৭টার দিকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চিকিৎসকেরাে এ আর রহমানের বিভিন্ন স্বাস্থ্যপরীক্ষা করেন, যার মধ্যে ইসিজি ও ইকোকার্ডিওগ্রামও অন্তর্ভুক্ত ছিল।
প্রয়োজনে তার অ্যাঞ্জিওগ্রামও করা হতে পারে হাসপাতাল সূত্র জানিয়েছে।
৫৭ বছরের এই বিখ্যাত সংগীত পরিচালক দীর্ঘদিন ধরে বলিউড ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় সুরকার।
২০০৯ সালে ‘স্লামডগ মিলিয়নিয়ার’-এর জন্য অস্কার জেতেন তিনি।
গত বছর হঠাৎ সামনে আসে এ আর রহমান ও তার স্ত্রী সায়রা বানুর বিবাহবিচ্ছেদের খবর। দীর্ঘ ২৯ বছরের দাম্পত্যে ইতি টানার এই সিদ্ধান্ত সহজ ছিল না, তা স্বীকার করেছিলেন তাদের আইনজীবীও।
একসঙ্গে কাটানো সময়ের স্মৃতি বুকে রেখেই তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন।
এই বিচ্ছেদের খবর সহজে মেনে নিতে পারেননি ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় হতাশা প্রকাশ করেন অনেকে।
রহমান নিজেও বিচ্ছেদের পর আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। তিনি এক পোস্টে লেখেন, “অন্তত ৩০ বছর একসঙ্গে কাটাতে পারলে ভালো হতো।”
তার কথায় স্পষ্ট ছিল, এত বছর একসঙ্গে থাকার পর বিচ্ছেদ একেবারেই সহজ ছিল না।
দীর্ঘ দাম্পত্য ভেঙে যাওয়ার পরও দু’জনেই তাদের ব্যক্তিগত জীবনে শান্তি ও স্থিতি খুঁজে নিতে চেষ্টা করছেন। তবে এই বিচ্ছেদ নিয়ে আলোচনা থামেনি, বরং তা আজও অনুরাগীদের মনে প্রশ্ন জাগিয়ে রাখে।