বাংলাদেশের ফুটবলে আর্জেন্টিনার ফরোয়ার্ড লেসকানো

Lescano

শিরোপা ধরে রাখার অভিযানে মৌসুমের শুরুর অংশে ভোগান্তিতে থাকা বসুন্ধরা কিংস আক্রমণভাগে বাড়িয়েছে শক্তি। আর্জেন্টাইন ফরোয়ার্ড হুয়ান লেসকানোকে দলে নিয়েছে তারা।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের বাকি অংশের জন‍্য ৩২ বছর বয়সী ফরোয়ার্ডের সঙ্গে চুক্তি করেছে কিংস। ১০ ম‍্যাচে ৬ জয় ও ২ ড্রয়ে ২০ পয়েন্ট নিয়ে তিনে আছে দলটি।

সমান ম‍্যাচে ২৭ পয়েন্ট নিয়ে চূড়ায় মোহামেডান স্পোর্টিং ক্লাব। ২০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে আবাহনী লিমিটেড। ফেডারেশন কাপের ফাইনালে যাওয়ার লড়াইয়ে এই দলটিরই মুখোমুখি হবে কিংস।  

আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স এয়ার্সে জন্ম নেওয়া লেসকানোর ফুটবলার হিসেবে বেড়ে ওঠা স্পেনের ক্লাব ইন্টার দি মাদ্রিদে। পরে তিনি ইংল‍্যান্ডের লিভারপুল ও স্পেনের রেয়াল মাদ্রিদের যুব দলেও কিছু দিন খেলেছেন।

সৌদি আরব, সুইজারল্যান্ড, রাশিয়া ও চীনের ক্লাবের হয়ে খেলেছেন ৩২ বছর বয়সী লেসকানো। চীনের ক্লাব চংকিং টংলিয়াংলং এফসিতে থেকে এবার তিনি এসেছেন বাংলাদেশের ফুটবলে। বাফুফের তথ‍্য অনুযায়ী কিংসে তিনি খেলবেন ৯৯ নম্বর জার্সি পরে।

এছাড়া উজবেকিস্তানের মিডফিল্ডার আসরোর গফুরভকে দলে ফিরিয়েছে কিংস।

আরও পড়ুন