বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন দক্ষিণ ভারতীয় সিনেমার সুপারস্টার বাহুবলী খ্যাত প্রভাস। তবে পাত্রী কি আরেক তারকা অনুষ্কা শেঠি নাকি অন্য কেউ তা নিয়ে চলছে জোর গুঞ্জন।
তেলুগু সিনেমারে জনপ্রিয় তারকা প্রভাসের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের কৌতূহল সবসময় তুঙ্গে। বিশেষ করে তার বিয়ে নিয়ে নানা জল্পনা-কল্পনা লেগেই রয়েছে। ‘বাহুবলী’ খ্যাত এই সুপারস্টার মধ্য চল্লিশে পা দিলেও এখনও অবিবাহিত। তাই তার জীবনের বিশেষ মানুষটি কে হতে যাচ্ছেন, তা নিয়ে চলছে জোর আলোচনা।
প্রভাসের নাম বহুবার অভিনেত্রী অনুষ্কা শেঠির সঙ্গে জড়িয়েছে। একাধিকবার প্রেমের গুঞ্জন ছড়ালেও বরাবরই বিষয়টি অস্বীকার করেছেন দুজনেই। তারপরও গুঞ্জন থামেনি।

সম্প্রতি শোনা যাচ্ছে খুব শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন প্রভাস। তবে পাত্রী অনুষ্কার নয়; হায়দরাবাদের এক বড় ব্যবসায়ীর মেয়েকে বিয়ে করতে চলেছেন তিনি।
পরিবারের ঘনিষ্ঠ সূত্রের খবর, প্রভাসের বিয়ের আয়োজন ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। এই বিষয়টি গোপনও রাখার চেষ্টা করা হচ্ছে। প্রভাসের চাচা কৃষ্ণম রাজুর স্ত্রী শ্যামলা দেবী নাকি পাত্রী প্রায় চূড়ান্ত করে ফেলেছেন।
এই খবরের সত্যতা নিশ্চিত করা না গেলেও অভিনেতার বয়স এখন ৪৫ হয়ে গেছে।
অনুরাগীদের ধারণা, এবার হয়তো সত্যিই বিয়ে করছেন তিনি। প্রভাস এই মুহূর্তে একাধিক বড় প্রজেক্ট নিয়ে ব্যস্ত থাকলেও তার বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা কবে হবে, তা নিয়েই এখন কৌতূহল অনুরাগীদের মাঝে।