নতুন বছরের শুরুতে পরিবেশবান্ধব কারখানার স্বীকৃতি পেয়েছে গাজীপুরের কনসিস্ট অ্যাপারেলস লিমিটেড।
কারখানাটি প্লাটিনাম কারখানার স্বীকৃতি পেয়েছে। এ নিয়ে দেশে মোট এলইইডি বা লিড সনদ পাওয়া কারখানার সংখ্যা বেড়ে দাঁড়াল ২৩৩।
বাংদেশের ২৩৩টি পরিবেশবান্ধব কারখানার মধ্যে প্লাটিনাম সনদ পাওয়া কারখানার সংখ্যা ৯৩, গোল্ড সনদ পাওয়া কারখানার সংখ্যা ১২৬, সিলভার সনদ পাওয়া কারখানা ১০ ও সার্টিফায়েড সনদ পাওয়া কারখানা ৪টি।
বিস্তারিত: অ্যাপারেল রিসোর্সেস