হামজার অপেক্ষায় বাংলাদেশ

বাংলাদেশের হয়ে খেলার অপেক্ষায় হামজা। ছবি: লেস্টার সিটি এফসি
বাংলাদেশের হয়ে খেলার অপেক্ষায় হামজা। ছবি: লেস্টার সিটি এফসি

বাংলাদেশের ফুটবলে পা রাখার দুয়ারে হামজা চৌধুরী। ভারতের বিপক্ষে ম‍্যাচ খেলার জন‍্য দেশে ফিরছেন ২৭ বছর বয়সী মিডফিল্ডার। তার জন‍্য অধীর আগ্রহে অপেক্ষায় পুরো দেশ।

লেস্টার সিটি থেকে ধারে শেফিল্ড ইউনাইটেডে খেলা হামজা সোমবার দেশে ফিরবেন। তার সঙ্গে আসবেন মা, ভাই, স্ত্রী ও ৩ সন্তান। বাবা দেওয়ান মুর্শেদ চৌধুরী চলে এসেছেন আগেই।

বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের জন‍্য প্রায় ১১ বছর পর দেশে আসছেন হামজা। সোমবার সিলেটে পৌঁছানোর পর সরাসরি যাবেন হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাটে, তার নিজ গ্রামে। তারকা ফুটবলারের আগমন উপলক্ষ‍্যে জেলাজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ।

হামজাকে অভিনন্দন জানিয়ে ব্যানার, ফেস্টুন ও তোড়নে ছেয়ে গেছে পুরো এলাকা। তার জন‍্য নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

আগামী মঙ্গলবার ঢাকা যাবেন হামজা। এর দুই দিন পর ম‍্যাচ খেলতে দলের সঙ্গে যাবেন শিলং। সেখানেই ২৫ মার্চ এশিয়ান কাপের বাছাইয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সব ঠিক থাকলে এই ম‍্যাচ দিয়েই আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হবে হামজার।

আরও পড়ুন