বাংলাদেশে প্রবাসীদের পাঠানো অর্থের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে, যার উপর নির্ভর করছে রিজার্ভের পরিমাণ।
রোববার রেমিটেন্সের সাপ্তাহিক চিত্র প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক। এতে দেখা গেছে, ডিসেম্বরের প্রথম ১৪ দিনে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানকারী প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে ১৩৮ কোটি ১৩ লাখ ৬০ হাজার ডলার দেশে পাঠিয়েছেন।
বর্তমান বিনিময় হার অনুযায়ী এই অর্থের পরিমাণ ১৬ হাজার ৫৭৬ কোটি টাকা। গড়ে প্রতিদিন প্রবাসীরা পাঠিয়েছেন এক হাজার ১৮৪ কোটি টাকা।
মাসের বাকি ১৭ দিনে রেমিটেন্স প্রবাহ একই ধারায় থাকলে এক মাসে ৩০০ কোটি ডলারের বেশি রেমিটেন্স আশা করছে বাংলাদেশ ব্যাংক।
অর্থবছরের পাঁচ মাস ১৪ দিনে মোট ১ হাজার ২৫১ কোটি ৮৬ লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর রিজার্ভ দ্রুত কমতে শুরু করে।