সুনিল ছেত্রির ফেরা নিয়ে ভীত নয় বাংলাদেশ

bangladesh-football-070325-01

পরীক্ষার আগে যেন হুট করে সিলেবাসে যুক্ত হল নতুন অধ‍্যায়! এ নিয়ে অবশ‍্য একদমই ভীত নয় বাংলাদেশ দল। অনেকবার খেলার অভিজ্ঞতা থেকে সুনিল ছেত্রিকে সামলানোর ব‍্যাপারে আত্মবিশ্বাসী তারা। অবসর ভেঙে ভারতের অভিজ্ঞ এই ফরোয়ার্ড ফেরায় দুই প্রতিবেশীর লড়াই আরও শিহরণ জাগাবে বলে মনে করেন হাভিয়ের কাবরেরা। বাংলাদেশের প্রধান কোচের মতে আরও রোমাঞ্চকর হয়ে ওঠবে ভারতের বিপক্ষে তাদের মহারণ।

এশিয়ান কাপের বাছাইয়ে একই গ্রুপে আছে বাংলাদেশ ও ভারত। তৃতীয় রাউন্ডে আগামী ২৫ মার্চ শিলংয়ে মুখোমুখি হবে তারা। এই ম‍্যাচে খেলার জন‍্য অবসর ভেঙে জাতীয় দলে ফিরেছেন আন্তর্জাতিক ফুটবলের চতুর্থ সর্বোচ্চ গোলদাতা ছেত্রি।

ম‍্যাচের জন‍্য আপাতত সৌদি আরবে চলছে বাংলাদেশ দলের ক‍্যাম্প। বৃহস্পতিবার ভারত দল ঘোষণার পর ছেত্রির ফেরার খবর পৌঁছে গেছে সেখানে। ক্লাব ফুটবলে ধারবাহিকতা ধরে রাখায় তার ফেরা একটুও অবাক করেনি কাবরেরাকে।

“(ছেত্রি ফেরায়) আমাদের জন্য কোনো কিছুই বদলাচ্ছে না। নিজেদের প্রস্তুতির দিকে মনোযোগ দিচ্ছি আমরা। বিশেষ করে আমরা জানি, আমরা কতটা ভালোভাবে পারফরম করতে পারব, তার উপর বিষয়টি নির্ভর করছে। দলের সবাই তাকে জানে এবং এটাও জানে, এই মৌসুমে ব্যাঙ্গালুরু এফসির হয়ে সে কতটা ভালো পারফরম করছে।”

“এটা (ছেত্রির ফেরা) তাদের জন্য প্রত্যাশিত। এটা স্বাভাবিক। এমনটা হতেই পারে (ফুটবলে)। ভারত সিদ্ধান্ত নিয়েছে তাকে ফেরানোর, আমি মনে করি, সে ফেরায় ম্যাচটা আরও রোমাঞ্চকর হবে এবং ছেলেরা আরও বেশি অনুপ্রাণিত থাকবে।”

ভারত সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসের জোয়ার বইছে ছেত্রি ফেরায়। তাকে নিয়ে খুব একটা ভাবছেন না ডিফেন্ডার সাদউদ্দিন। অতীতের অভিজ্ঞতায় আবারও ভারতীয় ফরোয়ার্ডকে অকার্যকর করে রাখার ব‍্যাপারে আশাবাদী।  

“প্রস্তুতি… আলহামদুলিল্লাহ অনেক ভালো সবার। ভারতের বিপক্ষে ম্যাচটি আমাদের সবার জন্য অনেক রোমাঞ্চকর একটি ম্যাচ। এই ম্যাচে সব খেলোয়াড়রাই চায় অনেক ভালো ফুটবল খেলতে, ব্যক্তিগতভাবে, এমনকি দলীয়ভাবেও। সবাই চেষ্টা করবে ব্যক্তিগতভাবে ভালো পারফরম করার আর সুযোগ পেলে অবশ্যই আবার গোল করার চেষ্টা করব আমি।”

“ফুটবলে এটা (ছেত্রির ফেরা) স্বাভাবিক বিষয়। এটা আমাদের জন্য চাপের কিছুই নয়। সুনিল ছেত্রির সাথে আগেও আমরা অনেকবার ম্যাচ খেলেছি। তো ওর বিপক্ষে খেলার অভিজ্ঞতা আমাদের আছে। আমাদের জন্য এটা বড় কোনো সমস্যা নয়। অবশ্যই সে খুব ভালো খেলোয়াড়, তার সাথে খেলতে পারলে আমাদেরও অনেক ভালো হবে।”

এবারই প্রথম ভারতের বিপক্ষে খেলতে পারেন শেখ মোরসালিন। ম‍্যাচের জন‍্য রোমাঞ্চ নিয়ে অপেক্ষা করছেন তরুণ এই ফরোয়ার্ড।

“আলহামদুল্লিাহ, আমাদের প্রস্তুতি অনেক ভালো চলছে। অনুশীলনও ভালো হচ্ছে। আজও অনুশীলন হয়েছে। ভারত ম্যাচের জন্য আমরা সবাই প্রস্তুত। সম্ভবত ভারতের বিপক্ষে এটা আমার প্রথম ম্যাচ হবে (যদি খেলতে পারি)। যেহেতু ম্যাচটা আমাদের জিততে হবে, কেননা, আমরা ওদের আগে অনুশীলন শুরু করেছি, সবকিছু আমাদের পক্ষে আছে, আমাদের ম্যাচটা যেভাবেই হোক জিততে হবে, এটাই লক্ষ্য।” 

“ছেত্রির ফেরা… আমার ব্যক্তিগত অভিমত, সে এসেছে অবশ্যই অনেক ভালো হয়েছে। সে না থাকলে বরং আমাদের কিছুটা অসম্পূর্ণ থেকে যেত। আশা করছি, ভারতের বিপক্ষে ভালো ম্যাচ হবে।”

আরও পড়ুন

সর্বশেষ

ads