বাংলাদেশের জামাই সৃজিত হাসপাতালে, আপাতত স্থিতিশীল

পরিচালক সৃজিত মুখোপাধ্যায়
পরিচালক সৃজিত মুখোপাধ্যায়

গভীর রাতে আচমকাই শ্বাসকষ্ট, বুকে ব্যথা। কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সৃজিত মুখোপাধ্যায়। আপাতত স্থিতিশীল পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। রোববারই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে তাকে।

শুক্রবার রাত তিনটার দিকে বেসরকারি হাসপাতালে পৌঁছান পরিচালক। সেই সময় বুকে ব্যথা হচ্ছিল। প্রচণ্ড ঘামছিলেন পরিচালক। প্রাথমিক উপসর্গ দেখে মনে করা হয়, হৃদরোগে আক্রান্ত পরিচালক। তড়িঘড়ি উপযুক্ত ব্যবস্থা করেন চিকিৎসকরা।

শনিবার সকালে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষাও করা হয়। রিপোর্ট হাতে পাওয়ার পর দেখা যায়, হৃদযন্ত্রে কোনও সমস্যা নেই পরিচালকের। বর্তমানে স্থিতিশীল সৃজিত। আপাতত ওই বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। সব ঠিক থাকলে রোববারই হয়তো হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে তাকে।

২০২৩ সালেও একবার অসুস্থ হয়ে পড়েছিলেন সৃজিত মুখোপাধ্যায়। তখনও হার্টের সমস্যার জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সৃজিতের বুকে ব্যথার দরুণ ডাক্তার তাকে সে সময় বেশ কিছু টেস্ট করতে দিয়েছিলেন।

সৃজিত মুখোপাধ্যায় ভারতের পশ্চিমবঙ্গের বাংলা ফিল্ম জগতের জনপ্রিয় পরিচালক। গত ১ এপ্রিল পরিচালকের আসন্ন ছবি ‘কিলবিল সোসাইটি’র ট্রেলার লঞ্চের অনুষ্ঠান ছিল। বাংলা নববর্ষের আবহে মুক্তি পেয়েছে ছবিটি। সেই দিনই ইন্ড্রাস্ট্রির ‘ফার্স্ট বয়’ সৃজিতের বিনোদন জগতে ১৫ বছরের পথ চলারও উদযাপনও করা হয়েছিল।

বাংলাদেশের মডেল-অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে সৃজিত মুখোপাধ্যায়।

আরও পড়ুন