প্রায় তারকাশূন্য হয়ে যাওয়া বিপিএলে এবার বিদেশি ক্রিকেটারদের যে তিক্ত অভিজ্ঞতা হলো তাতে ভবিষ্যৎ নিয়ে শঙ্কার যথেষ্ট কারণ আছে। তবে পরিস্থিতি আরও খারাপের দিকে যাওয়ার আগেই উদ্যোগ নিয়েছে বিসিবি। এখন থেকে এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বিদেশি ক্রিকেটাদের ব্যবস্থাপনার থাকবে বোর্ডের হাতে।
বিপিএলের একাদশ আসর শেষ হওয়ার পরদিন শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, বিপিএলে ‘কঠোর আর্থিক প্রটোকলের’ পরিকল্পনা নিয়েছে বোর্ড।
এতে বলা হয়, বিদেশি ক্রিকেটারদের ব্যবস্থাপনার ব্যাপারটি সরাসরি দেখভাল করবে বিসিবি। নিলামের জন্য প্লেয়ার্স ড্রাফটে নাম লেখানো সব বিদেশি ক্রিকেটারের চুক্তির দায়িত্ব বোর্ড নেবে এবং তাদের পারিশ্রমিক সময়মতো ও স্বচ্ছ প্রক্রিয়ায় পাওয়ার বিষয়টি তারা নিশ্চিত করবে।
বিদেশি ক্রিকেটারদের সার্বিক লজিস্টিক্যাল ব্যাপারও বোর্ডই সামলাবে। অর্থাৎ বিপিএল শেষে বিদেশি ক্রিকেটারদের নিজ নিজ গন্তব্যে মসৃণভাবে ফেরা নিশ্চিত করবে তারা।
আরও কঠোর আর্থিক প্রটোকল গড়ে তুলতে, ক্রিকেটারদের স্বার্থ নিশ্চিত করতে ও আর্থিক প্রক্রিয়া প্রবাহমান রাখতে বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে বিসিবি।
বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, বিপিএলকে পেশাদারি ও মসৃণ করে তুলতে তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
“বিপিএলের শুদ্ধতা তুলে ধরতে এবং সব দেশি-বিদেশি ক্রিকেটারকে পেশাদারি অভিজ্ঞতার স্বাদ দিতে বিসিবির অঙ্গীকারকেই ফুটিয়ে তুলছে এই উদ্যোগগুলো। এই লিগের সব ধরনের পরিচলন ও আর্থিক ক্ষেত্রগুলো শক্তিশালী করতে সব অংশীদারের সঙ্গে সম্পৃক্ত হয়ে কাজ চালিয়ে যাবে বোর্ড।”
পরবর্তী আসরের আগেই বিসিবির নির্বাচন হয়ে যাওয়ার কথা। সেক্ষেত্রে নতুন বোর্ড এসে এই সিদ্ধান্ত বহাল রাখবে কি না সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। এছাড়া বর্তমান ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে বিসিবির চুক্তিও শেষ হয়েছে এই আসর দিয়ে। পরবর্তী আসরের ফ্র্যাঞ্চাইজি বাছাই নিয়েও কৌতুহলী থাকবেন অনেকে।