ক্যারিয়ারে অনেক চড়াই-উতরাই পেরিয়ে অবশেষে সেরা অ্যালবামের গ্র্যামি জিতলেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সঙ্গীত শিল্পী বিয়ন্সে, যে পুরস্কার জয়ের পর নিজেকে এখন ‘পরিপূর্ণ’ মনে করছেন এই তারকা।
নিজের অষ্টম অ্যালবাম ‘কাউবয় কার্টার’-এর জন্য এবার গ্র্যামির প্রধান এই পুরস্কার পেয়েছেন তিনি। ‘কাউবয় কার্টার’ অ্যালবামে মূলত কান্ট্রি মিউজিকের কৃষ্ণাঙ্গ শিকড় ও তার প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে।
গ্র্যামি অ্যাওয়ার্ডে প্রথম মনোনয়ন পাওয়ার ২৫ বছর পর সেরা অ্যালবামের পুরস্কার জিতলেন বিয়ন্সে। ১৯৯৯ সালের পর তিনিই প্রথম কৃষ্ণাঙ্গ নারী, যিনি গ্র্যামির সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কারটি নিজের করে নিলেন।
বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে বাংলাদেশ সময় সোমবার সকালে বসে গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬৭তম আসর। এর আগে ৩২টি গ্র্যামি জয় করে এই পুরস্কার জয়ের রেকর্ড গড়া বিয়ন্সে এবারের আসরে নিজের সেই রেকর্ডটি আরও মজবুত করেছেন। সেরা অ্যালবামের পাশাপাশি এবার আরও দুটি ক্যাটাগরিতে গ্র্যামি জিতে সংখ্যাটিকে নিয়ে গেছেন ৩৫-এ।
এর আগেও চারবার গ্র্যামির প্রধান এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন বিয়ন্সে। তবে সেরা অ্যালবামের পুরস্কারটি তার অধরাই ছিল। অবশেষে পঞ্চমবারের মনোনয়নে বিজয়ীর তালিকায় নাম উঠল বিয়ন্সের।
ক্যারিয়ারে সবমিলিয়ে ৩৫টি গ্র্যামি জয় করলেও সেরা অ্যালবামের জন্য পাওয়া পুরস্কারকেই সবচেয়ে বড় অর্জন হিসেবে দেখছেন বিয়ন্সে। পুরস্কার ঘোষণার সময় বিয়ন্সে তার মেয়ে ব্লু আইভি ও স্বামী জে-জেকে আলিঙ্গন করেন। এরপর মঞ্চে উঠে পুরস্কার গ্রহণ করেন।
এ সময় বিয়ন্সে বলেন, “আমি খুব পরিপূর্ণ এবং সম্মানিত বোধ করছি। অনেক বছর ধরে এই মুহূর্তের জন্য অপেক্ষা করেছি।”
“আমি আশা করি আমরা এগিয়ে যেতে থাকব এবং নতুন দরজা খুলতে থাকব। সৃষ্টিকর্তা আপনাদের মঙ্গল করুন। অনেক অনেক ধন্যবাদ,” বলেন তিনি।
গ্র্যামি অ্যাওয়ার্ডে ক্যারিয়ারের সেরা অর্জনটি যুক্তরাষ্ট্রের কান্ট্রি মিউজিকের কিংবদন্তী কৃষ্ণাঙ্গ শিল্পী লিন্ডা মার্টেলকে উৎসর্গ করেছেন বিয়ন্সে। ‘কাউবয় কার্টার’ অ্যালবামের কয়েকটি গানেও লিন্ডা মার্টেলকে তুলে ধরা হয়।