হিন্দু সংখ্যালঘুদের উপর সহিংসতাকে ঘিরে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে হস্তক্ষেপ করার আবেদন জানিয়েছেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী।
ইন্ডিয়ান এক্সপ্রেস তাকে উদ্ধৃত করে লিখেছে, বাংলাদেশের ‘মৌলবাদী শক্তি’ তালেবান বা আইএসআইএসের চেয়েও বিপদজনক।
এর মাত্র একদিন আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও বাংলাদেশে শান্তিরক্ষী পাঠানোর আহ্বান জানিয়েছিলেন।
কলকাতায় সাংবাদিকদের সাথে কথা বলার সময় মঙ্গলবার বিজেপি বিধায়ক শুভেন্দু বলেন, “মৌলবাদীরা বাড়িঘর ভাংচুর করেছে এবং ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীদের লাঞ্ছিত করেছে। তারা তালেবান ও আইএসআইএসের চেয়েও খারাপ।
“দেখুন কীভাবে রমেন দাস (চিন্ময় দাসের আইনজীবী) লাঞ্ছিত হয়েছেন এবং তিনি আইসিইউতে (নিবিড় পরিচর্যা ইউনিট) মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। অন্যদিকে, পুলিশ হিন্দু আইনজীবীদের বিরুদ্ধে উল্টো মামলা করেছে, যারা তার পক্ষে আদালতে দাঁড়িয়েছিল।”
আদালতে আইনজীবীদের সুরক্ষা দেওয়ার পরিবর্তে নাজেহাল করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
শুভেন্দু বলেন, “আদালতে (২৬ নভেম্বর) যে ৫১ জন আইনজীবী তার পক্ষে ছিলেন তাদের কেউই আজ আদালতে হাজির হতে পারেননি। আমি সব আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার কাছে বাংলাদেশে হস্তক্ষেপ করার জন্য আবেদন করছি।
“পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। বাংলাদেশে সংখ্যালঘু এমনকি আইনজীবীদের কোনো মানবাধিকার নেই। আমি ইসকনের কাছে আন্তর্জাতিকভাবে কঠোর প্রতিক্রিয়া দেওয়ার আবেদন করছি,” তিনি যোগ করেন।