বুথফেরত জরিপ: আম আদমিকে হটিয়ে দিল্লির ক্ষমতায় ফিরছে বিজেপি

exit-poll

দিল্লি বিধানসভা নির্বাচনে জিতে দুই দশকের বেশি সময় পর পুনরায় দিল্লিত ক্ষমতায় ফিরতে চলেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)– এমন ইঙ্গিতই মিলছে বিভিন্ন বুথফেরত জরিপে।

যদিও ভোট গণনার পর শনিবার আনুষ্ঠানিক ফল প্রকাশ করা হবে, তবে তার আগে কয়েকটি বুথফেরত জরিপের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, দিল্লিতে টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের আশায় থাকা আম আদমি পার্টি (আপ) বড় ধাক্কা খেতে চলেছে। তাদের হটিয়ে ৭০ আসনের দিল্লি বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৩৬টি আসনের বেশিই পেতে চলেছে মোদীর বিজেপি।

বিজেপির বড় জয়ের আভাস

এনডিটিভির ‘পোল অব এক্সিট পোলস’-এর আভাস, বিজেপি ৪১টি আসনে বিজয়ী হতে পারে, আম আদমি পার্টি পেতে পারে ২৮টি, আর কংগ্রেস মাত্র ১টি আসনে জয় পেতে পারে। যদি এই ফলাফল সত্যি হয়, তবে দুই দশকের মধ্যে এই প্রথম দিল্লিতে সরকার গঠন করতে চলেছে বিজেপি।

বিভিন্ন সংস্থার বুথফেরত জরিপ অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি বড় জয় পেতে চলেছে। বিশেষ করে ‘পিপলস পালস’ জরিপের তথ্য অনুযায়ী, বিজেপি ৫১ থেকে ৬০টি আসন পেতে পারে, যা পরিষ্কার সংখ্যাগরিষ্ঠতার ইঙ্গিত দিচ্ছে। ‘পোল ডায়েরি’ ও ‘পিপলস ইনসাইট’ সংস্থা ৪০-এর বেশি আসনে বিজেপির জয়লাভের সম্ভাবনা দেখিয়েছে।

অন্যদিকে, দুর্নীতির অভিযোগ নিয়ে চাপে থাকা অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি এবারের নির্বাচনে সর্বোচ্চ ৩৪টি আসন পেতে পারে বলে আভাস দিয়েছে ডিভি রিসার্চের জরিপ, যেখানে ‘পিপলস পালস’ সংস্থার মতে, এই সংখ্যা ১০ পর্যন্ত নেমে যেতে পারে।

২০১৫ সালে ৬৭টি এবং ২০২০ সালে ৬২টি আসন পাওয়া আম আদমি পার্টির জন্য এটি বড় ধাক্কা হতে পারে।

হাল ছাড়ছে না আম আদমি পার্টি

বেশিরভাগ বুথফেরত জরিপ আম আদমি পার্টির পরাজয়ের আভাস দিলেও এখনই হাল ছাড়তে নারাজ দলটি শীর্ষ নেতৃত্ব। তারা বলছেন, আগেও বুথফেরত জরিপ তাদের বিরুদ্ধে গিয়েছিল। তবে শেষ পর্যন্ত তারাই দিল্লিতে সরকার গঠন করেছেন।

দলটির নেতা সুশীল গুপ্ত বলেন, “প্রত্যেক নির্বাচনেই বুথফেরত জরিপ আমাদের বিরুদ্ধে গেছে, কিন্তু দিল্লির জনগণের জন্য অরবিন্দ কেজরিওয়ালের কাজের ভিত্তিতেই ফল আমাদের পক্ষেই আসবে।”

সুশীল অবশ্য আশাবাদী হতেই পারেন। কেননা দুটি বুথফেরত আবার জরিপ আম আদমির বড় জয়ের ইঙ্গিত দিচ্ছে। ‘উই প্রেসাইড’ বুথফেরত জরিপ অনুযায়ী, আম আদমি ৪৬ থেকে ৫২টি আসন পেতে পারে, যা তাদের জন্য বড় জয় হবে। একইভাবে, ‘মাইন্ড ব্রিঙ্ক’-এর জরিপ বলছে,আম আদমি ৪৪ থেকে ৪৯টি আসনে জয়ী হতে পারে।

অন্যদিকে ‘ম্যাট্রাইজ’ সংস্থার জরিপ বলছে, আম আদমি পেতে পারে ৩২ থেকে ৩৭টি আসন, আর বিজেপি ৩৫ থেকে ৪০টি আসন পেতে পারে, যা হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে।

কংগ্রেসের আরেকটি বিপর্যয়?

বুথফেরত জরিপ অনুসারে, দিল্লির রাজনীতিতে কংগ্রেসের ঘুরে দাঁড়ানোর কোনো ইঙ্গিত নেই। ‘চাণক্য স্ট্র্যাটেজিস’ জরিপ কংগ্রেসকে সর্বোচ্চ তিনটি আসন দিলেও, ‘পিপলস পালস’ জরিপ বলছে কংগ্রেসকে আবারও শূন্য হাতে ফিরতে পারে। যদি এই পূর্বাভাস সত্য হয়, তবে এটি হবে কংগ্রেসের জন্য টানা তৃতীয় নির্বাচন, যেখানে তারা কোনো উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারছে না।

আরও পড়ুন

সর্বশেষ

ads