শেখ হাসিনাসহ ৫০০ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করেছে বিএনপি।
বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলির কাছে এই অভিযোগ দাখিল করা হয় বলে জানান বিএনপির মামলা ও সমন্বয় প্রধান সালাউদ্দিন খান।
অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ৫০০ জনের নাম রয়েছে।
গত সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির প্রতিনিধি দল।
এর তিনদিনের মাথায় অভিযোগ দায়ের করল বিএনপি, যাতে সই করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অভিযোগে ৮৪টি মামলার এজাহারের কপি, বিভিন্ন সময় প্রকাশিত সংবাদপত্রের কাটিং, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক কয়েকজন মন্ত্রী, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ৫০০ জনের তথ্য রয়েছে।
আবেদনে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিএনপির মত একটি রাজনৈতিক দলকে ধ্বংস ও নিশ্চিহ্ন করার লক্ষ্যে নেতাকর্মী ও সমর্থকদের ‘নির্বিচারে গুলি ও নির্যাতন’ করা হয়।
১ জুলাই থেকে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত সারাদেশে কোটা সংস্কার আন্দোলনে সমর্থন দেয় বিএনপি। দলটির নেতাকর্মীরা ওই আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন। সেসময় নিহত ৮৪৮ জন বিএনপিকর্মীর তালিকা দলটি ট্রাইব্যুনালে জমা দেয়।
পরে লিখিল বক্তব্যে বিএনপি গণমাধ্যমেকে জানিয়েছে, আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করে যাচ্ছে। সুতরাং গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিচারিক প্রক্রিয়ায় নিয়ে আসা দরকার।
অন্তর্বর্তী সরকার গত ছয় মাসেও পলাতকদের আইনের আওতায় আনতে ‘যথেষ্ট কার্যকর’ পদক্ষেপ নিতে পারেনি বলেও অভিযোগ করে বিএনপি।