বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান মারা গেছেন

আবদুল্লাহ আল নোমান
আবদুল্লাহ আল নোমান

বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান মারা গেছেন। মঙ্গলবার সকাল ৬টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবীর খানের বরাত দিয়ে প্রথম আলো জানিয়েছে, ভোরে রাজধানীর ধানমন্ডির বাসায় আবদুল্লাহ আল নোমান হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত স্কয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার জানাজা ও দাফনের বিষয়ে পরে দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।

আবদুল্লাহ আল নোমানের বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

চট্টগ্রাম-৯ ( কোতোয়ালি) আসন থেকে দুইবারের সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল নোমান চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও দলটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।

মঙ্গলবার চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির এক সমাবেশে প্রধান বক্তা হিসেবে আবদুল্লাহ আল নোমানের উপস্থিত থাকার কথা ছিল। তার মৃত্যুতে সমাবেশটি স্থগিত করা হয়েছে।

মওলানা আবদুল হামিদ খান ভাসানীর সঙ্গে রাজনীতি করা আব্দুল্লাহ আল নোমান জিয়াউর রহমানের সময় বিএনপিতে যোগ দেন।

আবদুল্লাহ আল নোমান ১৯৯১ সালে প্রথমবার চট্টগ্রাম-৯ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সেই নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি সরকার গঠন করার পর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর দায়িত্ব পান নোমান।

এরপর ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। সেবার বিএনপি-জামায়াত জোট সরকারের খাদ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন নোমান।

আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

আরও পড়ুন

সর্বশেষ

ads