পুলিশের লোগো থেকে সরছে নৌকা

বাংলাদেশের পুলিশের এই লোগোটি আর থাকছে না।
বাংলাদেশের পুলিশের এই লোগোটি আর থাকছে না।

বাঙালির মুক্তি সংগ্রামের সঙ্গে যে প্রতীক ওতপ্রোতভাবে সম্পর্কিত সেই নৌকা প্রতীককে সরিয়ে দেওয়া হলো পুলিশের লোগো থেকে। বর্তমান লোগোতে থাকা পাল তোলা নৌকাটি আর থাকছে না।

নতুন লোগোতে জাতীয় ফুল শাপলা, ধান ও গমের শীষ যুক্ত ছবি থাকছে, থাকছে পাট পাতার টবে লেখা পুলিশ।

বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি-লজিস্টিকস) নাছিমা আক্তার স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে জেলা বা ইউনিটের ব্যবহৃত পতাকা, সাইনবোর্ড, ইউনিফর্মসহ অন্যান্য সামগ্রী পরিবর্তিত মনোগ্রাম বা লোগো ব্যবহারের জন্য প্রস্তুত করতে অনুরোধ জানানো হয়েছে।

প্রজ্ঞাপন জারি হওয়ামাত্রই এটি যথাযথভাবে ব্যবহার করতে হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

পুলিশের লোগো পরিবর্তনের চিঠিটি ইতোমধ্যে পুলিশের সব ইউনিটে পাঠিয়ে দেওয়া হয়েছে। শিগগির মন্ত্রণালয় নতুন লোগোর বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে।

বিএনপি নেতৃত্বাধীন সরকারের সময়ে ২০০৪ সালের ১০ ফেব্রুয়ারি পুলিশের মনোগ্রাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।

২০০৯ সালে পাল বাঁধা নৌকার দুই পাশে গম ও ধানের শিষের মালা লোগোটি আনা হয়। এই লোগোতে পালের ওপরে একটি শাপলা ফুলের ছবি রয়েছে। আর নৌকার নিচে বাংলায় লেখা রয়েছে ‘পুলিশ’।

ক্ষমতার পট পরিবর্তনে এরই মধ্যে বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু ও তার স্মৃতি একে একে সরিয়ে ফেলা হয়েছে বিভিন্ন স্থান থেকে, বাতিল করা হয়েছে জাতির জনকের জন্মদিনে থাকা ছুটিসহ বিগত সরকারের সময়ে বাস্তবায়ন করা নানা জাতীয় কর্মসূচি।

গত বছরের ১১ আগস্ট তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠকে পুলিশের ইউনিফর্ম ও লোগোতে পরিবর্তন আনার সিদ্ধান্ত হলেও সেখানে নৌকা রাখা হবে কি হবে না- সে বিষয়ের কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

১২ আগস্ট পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে অতিরিক্ত ডিআইজি (লজিস্টিকস) মোহাম্মদ আতাউল কিবরিয়াকে প্রধান করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করে দেওয়া হয়।

এরই ধারাবাহিকতায় আট মাসের মাথায় নতুন লোগোর তথ্য প্রকাশিত হলো।

আরও পড়ুন

সর্বশেষ

ads