চট্টগ্রামে নালায় নিখোঁজ শিশুর লাশ ১৪ ঘণ্টা পর মিলল খালে

নগরীর চকবাজার থানার কাপাসগোলা এলাকায় ড্রেনে পড়ে নিখোঁজ হয় শিশুটি। ছবি: সংগৃহীত
নগরীর চকবাজার থানার কাপাসগোলা এলাকায় ড্রেনে পড়ে নিখোঁজ হয় শিশুটি। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীর চকবাজার থানার কাপাসগোলা এলাকায় রিকশাসহ ড্রেনে পড়ে নিখোঁজ হওয়া সাত মাস বয়সী শিশুটির মরদেহ পাওয়া গেছে।

নিখোঁজ হওয়ার ১৪ ঘণ্টা পর শনিবার সকাল সোয়া ১০টার দিকে ঘটনাস্থল থেকে ৪-৫ কিলোমিটার দূরে নগরীর চাক্তাই চামড়ার গুদাম এলাকার খালে তার লাশ পাওয়া যায়।

ফায়ার সার্ভিসের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে, শনিবার সকালে শিশুটির লাশ খালে ভেসে থাকতে দেখে স্থানীয় লোকজন উদ্ধার করে পুলিশে দেয়।

সাতমাস বয়সী শিশু শেহেরিজকে নিয়ে তার মা ও নানি ব্যাটারিচালিত রিকশায় করে বাসায় ফিরছিলেন শুক্রবার রাতে। পথে কাপাসগোলা ব্রিজের কাছে তাদের বহনকারী রিকশাটি উল্টে ড্রেনে পড়ে যায়। এ সময় শেহেরিজের মা ও নানিকে স্থানীয় লোকজন উদ্ধার করতে পারলেও ড্রেনের পানিতে তলিয়ে যায় শিশুটি।

পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার তৎপরতা চালালেও শিশুটির সন্ধান মেলেনি।  ঘটনার ১৪ ঘণ্টা পর দুর্ঘটনাস্থল থেকে ৪-৫ কিলোমিটার দূরের খালে শনিবার সকালে শিশুটির লাশ পাওয়া যায়।

আরও পড়ুন