এক সময়ের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং বর্তমানে ‘বডি বিল্ডার’ হিসেবে পরিচিতি পাওয়া সোহেল তাজ আবারও বসলেন বিয়ের পিঁড়িতে। এযাত্রায় জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন নিজের ফিটনেস সেন্টারের প্রশিক্ষককে।
কনে ঠাকুরগাঁওয়ের মেয়ে শাহনাজ পারভীন শিমু, ‘আয়রন গার্ল’ হিসেবে তিনি পরিচিত।
২৯ ডিসেম্বর ধানমন্ডিতে সোহেল তাজের ফিটনেস সেন্টার ইন্সপায়ারে বাগদান সম্পন্ন হয়।
এসময় হাস্যোজ্জ্বল ভঙ্গিতে হাঁটু গেড়ে বসে শিমুর হাতে আংটি পরিয়ে দেন সোহেল তাজ। পেছনে ছিল বাগদান সংবলিত একটি পোস্টার, যা সাজানো ছিল রঙিন বেলুন দিয়ে। অতিথিরা হাততালি দিয়ে মুহূর্তটি উদযাপন করেন।
বাগদানের অনুষ্ঠানে উপস্থিত সোহেলের সাবেক ব্যক্তিগত সহকারী আবু কাউছার সাংবাদিকদের বলেন, “আমিও বাগদানের সময় উপস্থিত ছিলাম। এসময় সোহেল তাজের ছেলে ব্যারিস্টার তুরাজ তাজ, ছেলের বউ, নাতিসহ বন্ধু ও ফিটনেস সেন্টারের সবাই উপস্থিত ছিলেন।”
অভিনন্দন জানানোর জন্য সোহেল তাজের ব্যক্তিগত নম্বরে ফোন করেও তাকে পাওয়া যায়নি।
এটি হবে সোহেল তাজের দ্বিতীয় বিয়ে; তার আগের স্ত্রীর নাম কনকা করিম।
সোহেল তাজের বাবা বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ। আওয়ামী লীগের আমলে কিছুদিন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন তিনি।
বর্তমানে রাজনীতি থেকে দূরে রয়েছেন মতান্তরে ৫৫ বছর বয়সী সোহেল তাজ। এখন তিনি সামাজিক ব্যাধি ও স্বাস্থ্য সমস্যার সমাধানে কাজ করছেন।
কনে শিমু, মা ও দুই ভাইকে নিয়ে ঢাকায়ই বসবাস করেন। সোহলে তাজের ইনস্পায়ার ফিটনেস সেন্টারে প্রশিক্ষক হিসেবে কাজের সুবাদে দু’জনের মধ্যে সখ্য গড়ে ওঠে।
বিভিন্ন বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকলেও বিয়ে নিয়ে কোনো পোস্ট করেননি সোহেল। তবে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন, যেখানে সাড়ে ৩ হাজারের মতো প্রতিক্রিয়া জমা পড়েছে। বেশিরভাগ মতামত ছিলো বাগদান নিয়ে।
জাহিদ এসএম রাসেল লিখেছেন ‘ভাই কি বছরের শেষে কট খাইলেন, ভাবীরে তো চিনি।’
ডা. গোলাম আল মুঈদ তারেক লিখেছেন, ‘বিয়ে একটা পবিত্র বিষয়। এটা নিয়ে বিবেকবান মানুষ মজা নিতে পারে না।’
আজিম উদ্দীন লিখেছেন ‘বডি স্যার জাতি আপনার বিয়ের দাওয়াত খেতে চায়।’ সাজ্জাদ নাদিম নামের একজন লিখেছেন, ‘ভাই বিয়ের দাওয়াত তো পেলাম না।’ ফয়জুল করিম লিখেছেন, ‘বিবাহিত জীবন সুখের হোক।’
কেউ কেউ জানতে চেয়েছেন বউ কেমন হলো? কেউ প্রশ্ন করেছেন, শ্বশুড় বাড়ি গিয়েছিলেন? অনেকে নতুন সংসারের জন্য শুভকামনা জানিয়েছেন।
তবে এসব মতামতের কোনো প্রতিক্রিয়া দেখাননি সোহেল তাজ।