এখনও অনুশীলন শুরু করে দলগুলো, সব খেলোয়াড় এখনও আসেনি। এর আগেই উদ্বোধন হয়ে গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন আসর!
আগামী ৩০ ডিসেম্বর মাঠে দেশের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিপিএলের একাদশ আসর। এর সাত দিন আগে সোমবার উদ্বোধন ঘোষণা করলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।
“আপনারা দেখেছেন, এবারের বিপিএলে থিম সং ও মাস্কটসহ কিছু নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। মাঠের খেলাও যেন উপভোগ্য হয়। সেজন্য বিসিবি অনেক কাজ করেছে। আজকের এই আয়োজনকে সফল করার জন্য ও একটি সুন্দর বিপিএল সবাইকে উপহার দেওয়ার উদ্যোগ নেওয়ার জন্য বিসিবিকে ধন্যবাদ জানাই। সর্বোপরি, আশা করি এবারের বিপিএলে নতুন বাংলাদেশের একটি নতুন বিপিএল হিসেবে সবার নিকট উপভোগ্য হবে। এবারের বিপিএলের উদ্বোধন ঘোষণা করছি।”
বিপিএল টি-টোয়েন্টি মিউজিক ফেস্ট বিসিবি প্রধান বললেন, মাঠে খেলা শুরু করার জন্য তিনি উন্মুখ।
“আমরা অবশেষে ২০২৫ এর বিপিএলের খুব কাছাকাছি। খেলা শুরু হবে আপনারা সবাই জানেন ৩০ তারিখ।”
“আমার মনে হয় যে, এবারের বিপিএলটা আপনারা এর মধ্যে জেনে গেছেন, অনেকগুলো কাজ করেছি। অনেকগুলো ইভেন্ট হয়েছে। এখন আমরা অপেক্ষা করছি এই কনসার্টগুলো শেষ হওয়ার পর আমাদের মেইন ইভেন্ট যেটা খেলা সেটা শুরু করব, আমি সবচেয়ে বেশি আশা করব তারা যেন খুব ভালোভাবে অংশ নেয়।”