আর্জেন্টিনার কাছে ৬ গোল খাওয়া সেই ব্রাজিলই চ্যাম্পিয়ন

brazil

চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ৬ গোল খেয়ে দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ শুরু করা ব্রাজিলই শেষ পর্যন্ত এই টুর্নামেন্টের শিরোপা জিতে নিয়েছে।

এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল সেলেসাওরা। আর সব মিলিয়ে ১৩ বার দক্ষিণ আমেরিকা মহাদেশের বয়সভিত্তিক এই টুর্নামেন্টের শিরোপা ঘরে তুলল ব্রাজিল।

টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের প্রথম ৪ ম্যাচ শেষে আর্জেন্টিনা ও ব্রাজিল– উভয় দলেরই পয়েন্ট ছিল সমান, ১০ করে। এতে তাদের নিজ নিজ গ্রুপের শেষ ম্যাচটি হয়ে দাঁড়ায় শিরোপা নির্ধারণী ম্যাচে।

শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে রবিবার রাতে প্রথমে চিলি বিপক্ষে মাঠে নামে ব্রাজিল। ভেনেজুয়েলার  জোসে অ্যান্তনিও স্টেডিয়ামে সেই ম্যাচের ৭২ মিনিট পর্যন্ত চাপে থাকলেও ১৭ মিনিটে দারুণভাবে ঘুরে দাঁড়ায় সেলেসাওরা। পরের ১৫ মিনিটে ৩ গোল করে ৩-০ ব্যবধানে ম্যাচটি জিতে নেয় ব্রাজিল। এই জয়ে আর্জেন্টিনার চেয়ে তিন পয়েন্টে এগিয়ে যাওয়ার পাশাপাশি ব্রাজিল গোল ব্যবধানেও (+৪) এগিয়ে যায়।

এতে শিরোপা জয়ের লক্ষ্য কঠিন হয়ে পড়ে আর্জেন্টিনার জন্য। শিরোপা নিশ্চিত করার জন্য প্যারাগুয়ের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে আর্জেন্টিনাকে অন্তত ৪ গোলের ব্যবধানে জিততে হতো। তবে উল্টো সেই ম্যাচে ৩-২ গোলে হেরে গেছে আর্জেন্টিনা।

এতে আবারও দক্ষিণ আমেরিকা মহাদেশের বয়সভিত্তিক এই টুর্নামেন্টের শিরোপা যায় ব্রাজিলের ঘরে।

আরও পড়ুন

সর্বশেষ

ads