ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বুধবার বঙ্গভবনে তাকে শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. শেখ আবদুর রশীদ।
উপদেষ্টা পরিষদের নতুন সদস্য সি আর আবরারকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবারই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে উপদেষ্টাদের দপ্তর পুনর্বণ্টন করে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতদিন পরিকল্পনা মন্ত্রণালয়ের পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়েরও দায়িত্বে ছিলেন উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, সি আর আবরার শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় ওয়াহিদউদ্দিন মাহমুদ শুধু পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন।
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগের সরকার পতনের তিনদিন পর ৮ আগস্ট দায়িত্ব নেয় মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। সেদিন মুহাম্মদ ইউনূসসহ ১৩ জন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন। এরপর কয়েক দফায় বাড়ানো হয় এই সংখ্যা।
সর্বশেষ সি আর আবরার উপদেষ্টা পরিষদে যুক্ত হওয়ায় সংখ্যাটি বেড়ে ২৩ জনে পৌঁছল।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আরও ২ জন
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে আরও দুজনকে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রীর পদমর্যাদা নিয়োগ পাওয়া এই দুজন হলেন- শেখ মইনউদ্দিন ও ফয়েজ আহমদ তৈয়্যব।
বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, বিশেষ সহকারী হিসেবে তারা প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুবিধা পাবেন।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, প্রধান উপদেষ্টার নতুন দুই বিশেষ সহকারীর মধ্যে শেখ মইনউদ্দিন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং ফয়েজ আহমদ তৈয়্যব ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। সেভাবেই তাদের নির্বাহী ক্ষমতা দেওয়া হয়েছে।