কানাডায় অভিবাসন বিভাগে ছাঁটাই হবে ৩৩০০ কর্মী

Immigration Canada

কানাডার ফেডারেল ইমিগ্রেশন বিভাগ ৩ হাজার ৩০০ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা নিয়েছে কানাডার ইমিগ্রেশন বিভাগ, যা মোট জনবলের প্রায় এক-চতুর্থাংশ।

সিবিসি নিউজ এর খবরে বলা হয়, ইমিগ্রেশন রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (আইআরসিসি) নিশ্চিত করেছে যে, কর্মচারীদের ছাঁটাই সম্পর্কে অবহিত করা হয়েছে। নিয়ম অনুযায়ী ক্ষতিগ্রস্তদের কমপক্ষে ৩০ দিনের নোটিন দেওয়া হবে।

আইআরসিসি জানিয়েছে, আগামী তিন বছরে বর্তমান কর্মী সংখ্যা থেকে প্রায় ৩ হাজার ৩০০ পদ কমিয়ে আনা হবে।

কানাডা সেক্রেটারিয়েটের ট্রেজারি বোর্ড অনুসারে, ২০২৪ সালে কানাডায় অভিবাসন, শরণার্থী এবং নাগরিকত্ব বিভাগে ১৩ হাজার ৯২ জন কর্মচারী ছিল, যা ২০২২ সালে ছিল ১০ হাজার ২৪৮ এবং ২০১৯ সালে চিল ৭ হাজার ৮০০।

আইআরসিসি’র এই ঘোষণায় কানাডায় বসবাসরত আশ্রয়প্রার্থী ও স্থায়ী অভিবাসন প্রত্যাশীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।

আগামী নির্বাচনের পর বিজয়ী দলের ইমিগ্রেশন পলিসি কী হবে, অভিবাসী নিয়ে তাদের কি পরিকল্পনা হবে, এ বিষয়ে আগাম কিছুই এখনই অনুমান করা যাচ্ছে না।

চলতি বছরের অক্টোবর মাসে কানাডার ফেডারেল সরকারের নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন