জামিনে মুক্ত ‘আমি ইউনিয়ন ছাত্রদলের প্রেসিডেন্ট’ বলা সেই নেতা

Chhatra Dal leader released in Faridpur

বিএনপির বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়ার পর জামিনে মুক্ত হয়েছেন চাঁদপুরের ফরিদগঞ্জে ‘আমি ইউনিয়ন ছাত্রদলের প্রেসিডেন্ট’ বলা শাওন কাবী।

বৃহস্পতিবার দুপুরে দুটি মামলায় তার জামিন মঞ্জুর করেন চাঁদপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফারহান সাদিক।

মঙ্গলবার রাতে অভিযোগের ভিক্তিতে ছাত্রদলের ইউনিয়ন নেতা শাওনকে গ্রেপ্তার করে ফরিদগঞ্জ থানা পুলিশ। পর দিন বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

শাওন কাবী চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদলের ১৬নং রূপসা (দক্ষিণ) ইউনিয়ন ছাত্রদলের সভাপতি।

তার বিরুদ্ধে কন্টেন্ট ক্রিয়েটর নুরে আলমকে মারধর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা রয়েছে।

এদিকে শাওন কাবীকে গ্রেপ্তারের প্রতিবাদে বুধবার সারাদিন সামাজিক যোগাযোগমাধ্যমে সরব ছিলেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

দ্রুত মুক্তি না দিলে বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভের ডাক দিয়েছিলনে বিএনপির নেতাকর্মী। যদিও শাওনের দুটি মামলা জামিন হওয়ায় কর্মসূচি স্থগিত করা হয়।

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির প্রথম যুগ্ম-সাধারণ সম্পাদক মইনুল ইসলাম জিসান জানান, সত্য ও ন্যায়ের জয় হয়েছে।

আদালত থেকে জামিন পেয়ে ছাত্রদল নেতা শাওন কাবী বলেন, “আমি কোনো অন্যায় করিনি। পুলিশ অন্যায়ভাবে আমার ওপর অভিযোগ চাপিয়েছে। আদালত আমার ওপর সন্তুষ্ট হয়ে ন্যায়বিচার করেছেন।”

এর আগে পুলিশ জানিয়েছিল, একজন কন্টেন্ট ক্রিয়েটরকে হয়রানি ও মারধর করে ১৬নং রুপসা (দক্ষিন) ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাওন কাবী। সেই ঘটনায় অভিযোগ পাওয়ার পর মঙ্গলবার রাতে উপজেলার গৃদকালিন্দিয়া এলাকায় তাকে গ্রেপ্তার করতে গিয়ে বাধার মুখে পড়ে পুলিশ।

এসময় ওই এলাকার একটি দোকানের সামনে থেকে তাকে পুলিশ থানায় নিয়ে যেতে চাইলে বাধা প্রদান এবং অশোভন আচরণসহ পুলিশের মুঠোমফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন তিনি।

পুলিশের উপ-পরিদর্শককে ওই ছাত্রদল নেতা বলেন, “আমি ইউনিয়ন ছাত্রদলের প্রেসিডেন্ট, আমাকে থানায় নিতে হলে ওসিকে আসতে বলেন। না হয়, আমি যাবো না।”

সেই ভিডিও রাতারাতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে পড়ে। যা নজরে আসে চাঁদপুর জেলা ছাত্রদল ও কেন্দ্রীয় ছাত্রদলের নেতাকর্মীদের।

বুধবার কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত একটি পত্রে শাওন কাবীকে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদ থেকে বহিষ্কার করা হয়।

আরও পড়ুন