বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে চীনের পিকিং বিশ্ববিদ্যালয়।
শনিবার সকালে চীনের রাজধানী বেইজিংয়ে পিকিং বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এই সম্মানসূচক ডিগ্রি প্রদান করা হয়।
এ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস সেখানে বক্তব্য দেন বলে জানায় বাসস।
অনুষ্ঠানে পিকিং বিশ্ববিদ্যালয় পরিষদের চেয়ারম্যান হে গুয়াংচাইসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
চার দিনের সফরে গত বুধবার চীন সফরে যান প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম দ্বিপাক্ষিক বিদেশ সফর।
চীন সফরকালে শুক্রবার প্রধান উপদেষ্টা চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন।
চারদিনের চীন সফর শেষে শনিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।