মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ৮ বছরের এক শিশুর ধর্ষণের ঘটনার রেশ না কাটতেই ঝিনাইদহে সাড়ে ৪ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ সামনে এসেছে।
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় শিশুটির মায়ের করা মামলায় ১৬ বছরের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলা সূত্রের বরাত দিয়ে ডেইলি স্টার জানিয়েছে, গত ৭ মার্চ সাড়ে ৪ বছরের শিশুটিকে ধর্ষণের ঘটনা ঘটলেও লোকলজ্জার ভয়ে ভুক্তভোগীর পরিবার তা গোপন রেখেছিল। এরই মধ্যে শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে ঝিনাইদহ সদর হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) নিয়ে ভর্তি করেন। সেখানে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ রউফ খান জানান, শিশুটির অসুস্থত হয়ে পড়লে ধর্ষণের বিষয়টি জানাজানি হয়। এরপর সোমবার বিকেলে শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেন।
ঝিনাইদহ সদর হাসপাতালে ভুক্তভোগী শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হওয়ার কথা উল্লেখ করে ওসি জানান, শিশুটির মায়ের করা মামলায় ইতোমধ্যে অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার মাগুরায় বোনের বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় ৮ বছরের একটি শিশু। পরে তার শারীরিক অবস্থান অবনতি হলে চিকিৎসার জন্য তাকে ঢাকায় আনা হয়। বর্তমানে শিশুটি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন।
চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির শারীরিক অবস্থা ভালো নয়, গত কয়েকদিন ধরেই অচেতন অবস্থায় রয়েছে।
এ ঘটনায় শিশুটির মায়ের করা মামলায় তার বোনের স্বামী ও শ্বশুরসহ চারজনকে গ্রেপ্তারের পর রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।