সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র, পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী কারাগারে অসুস্থ হয়ে পড়েছেন বলে সম্মিলিত সনাতনী জাগরণ জোট দাবি করেছে।
স্বাস্থ্য পরীক্ষা করা হলেও তিনি কতোটা অসুস্থ, সেবিষয়ে কোনো বক্তব্য জানা যায়নি কারাগার কর্তৃপক্ষের।
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট দাবি করেছে, কারাগারে চিন্ময় কৃষ্ণ দাস খু্বই অসুস্থ, যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে না।
১ জানুয়ারি বাংলাদেশের সব মন্দিরে বিশেষ প্রার্থনার কর্মসূচি নিয়েছে সংগঠনটি।
প্রায় দেড় মাস ধরে দেশদ্রোহ মামলায় জেলবন্দি চিন্ময় কৃষ্ণ দাস। পতাকা অবমাননার অভিযোগে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রামের কারাগারে বন্দি রয়েছেন তিনি। আবেদন করা হলেও বারবার জামিন শুনানি পিছিয়ে আগামী ২ জানুয়ারি পড়েছে পরবর্তী তারিখ।
রোববার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চিন্ময় কৃষ্ণ প্রভুর শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হচ্ছে। জেলে ঠিকমতো চিকিৎসা হচ্ছে না।
গত ২৫ নভেম্বর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় দাসকে গ্রেপ্তার করে ডিএমপির গোয়েন্দা পুলিশ।
পরদিন চট্টগ্রাম আদালতে হাজির করা হলে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এ ঘটনাকে ঘিরে অনুসারীদের সঙ্গে পুলিশ ও আইনজীবীদের সংঘর্ষের ঘটনাও ঘটে। ওইদিনই সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবীকে কুপিয়ে হত্যা করা হয়।
২৭ নভেম্বর চিন্ময় দাসের জামিন শুনানির দিন ধার্য থাকলেও সাইফুল হত্যাকাণ্ডের জেরে জামিন শুনানি হয়নি।
৩ ডিসেম্বর শুনানির দিন ধার্য থাকলেও আসামিপক্ষে কোনো আইনজীবী না থাকায় জামিন শুনানি এক মাস পিছিয়ে যায়।