নারী ফুটবলে অচলাবস্থার মধ‍্যে চুক্তি নিয়ে ধোঁয়াশা

Women Football Team

‘বল এখন বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের কোর্টে’ তদন্ত প্রতিবেদন দেওয়ার সময় বলেছিলেন ইমরুল হাসান। দৃশ‍্যত সেই বল নিয়ে কোনো নাড়াচাড়া করছেন না তাবিথ। নারী ফুটবলে অচলাবস্থাও তাই কাটছে না। এর মধ‍্যেই চুক্তি নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

বাফুফে সহ-সভাপতি সাব্বির আহমেদ আরেফ আশাবাদী, দ্রুতই সমাধান হবে চলমান অচলাবস্থার।

তদন্ত প্রতিবেদন দেওয়ার দিন, গত বৃহস্পতিবার বাফুফে ভবনে উপস্থিত ছিলেন না তাবিথ। রোববার এসে ফাইন্যান্স কমিটির সঙ্গে বসলেও সাম্প্রতিক বিষয় কোনো আলচনা করেননি।

পরে আরাফ জানান, সমস‍্যা সমাধানে কাজ চলছে।

“অডিটের বিষয়ে আলোচনা হয়েছে। সাম্প্রতিক বিষয় তো আপনারা সবাই জানেন, সবকিছু প্রক্রিয়াধীন আছেন। আল্লাহর রহমতে সব সমস্যার সমাধান অবশ্যই হয়ে যাবে। সবকিছু পজিটিভ। সভাপতি সবকিছু ঠিক করছেন। ইনশাল্লাহ, সমস্যার সমাধান হবে।”

পিটার জেমস বাটলারের বিরুদ্ধে এক ঝাঁক অভিযোগ আনা ১৮ ফুটবলার এখনও নিজেদের অবস্থানে অনড় আছেন। স্বাভাবিকভাবেই তারা নেই অনুশীলনে। অন‍্যদিকে বসে নেই ইংলিশ কোচ। নতুন ও পুরোনো মিলিয়ে বড় বহর নিয়েই চর্চা চালিয়ে যাচ্ছেন তিনি।

চলতি মাসের শেষ দিকে ও মার্চের শুরুতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি ম‍্যাচ খেলবে বাংলাদেশ। অনুশীলনের বাইরে থাকা ফুটবলারদের সেখানে থাকা নিয়ে অনিশ্চয়তা ক্রমেই বাড়ছে।

তাদের নিয়ে সিদ্ধান্ত এখনও ঠিক করতে পারেনি বাফুফে। তাই সাবিনা-মারিয়াদের ভবিষ‍্যৎ নিয়ে শঙ্কা বাড়ছেই। আরেফ আশাবাদী, লন্ডনে যাওয়ার আগেই সমাধান করে ফেলবেন তাবিথ।

অনুশীলনের বাইরে থাকাদের বিষয়ে এখনও সিদ্ধান্ত চূড়ান্ত করতে পারেনি বাফুফে। ফলে তাদের ভবিষ্যৎ আদতে কী হবে, তা রয়েছে ধোঁয়াশা। তবে আরেফ আশাবাদী, সভাপতি তাবিথ লন্ডনে যাওয়ার আগেই সমস্যার সমাধান হয়ে যাবে।

“যার যার ভালো তাকেই বুঝতে হবে। এই মেয়েরা জাতীয় অহংকার। তাদেরকেও এটা ভাবতে হবে। কোচ কোচের জায়গায় থাকবে, খেলোয়াড়রা খেলোয়াড়ের জায়গায় থাকবে। কোচের দায়িত্ব প্রশিক্ষণ দেওয়া, মেয়েদের দায়িত্ব প্রশিক্ষণ নেওয়া। যার যার ইমেজ, তাকেই ধরে রাখতে হবে। আমার মনে হয়, দুই পক্ষ নিজেদের ভুল বুঝবে এবং সমাধান হয়ে যাবে।”

“আগামী বুধ-বৃহস্পতিবারের মধ্যেই সমস্যার সমাধান হয়ে যাবে। প্রেসিডেন্ট লন্ডন যাবেন। আমরা তো আশা করি, আজই সমাধান হয়ে যাক। আজকে কোনো চুক্তি হয়নি। কারো সাথে এখন চুক্তি করব, কাউকে পরে করব, এমন কিছু আমরা করব না। আমরা একসঙ্গে করব। সব সিদ্ধান্ত এক সঙ্গে হবে।”

আরও পড়ুন