গোপালগঞ্জে কারফিউর মেয়াদ রোববার সকাল ৬টা পযর্ন্ত বৃদ্ধি করেছে জেলা প্রশাসন। এ নিয়ে চতুর্থ দিনের মতো জেলাটিতে জরুরি অবস্থা চলছে।
শনিবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরিস্থিততি স্বাভাবিক রাখতে শনিবার রাত ৮টা থেকে আগামীকাল রোববার সকাল ৬টা পযর্ন্ত কারফিউর সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। তবে জরুরি পরিসেবা অ্যাম্বুলেন্স, বিদ্যুত ও গণমাধ্যম কর্মীরা কারফিউর আওতায়মুক্ত থাকবেন।
গোপালগঞ্জের পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় সময়সীমা বাড়াতে হচ্ছে বলে জানিয়েছেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।
গত ১৬ জুলাই জাতীয় নাগরিক পার্টির সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জ রণক্ষেত্রে রূপ নেয়। সেখানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও স্থানীয়দের উপর সেনাবাহিনী ও পুলিশ নির্বিচারে গুলি চালালে ঘটনাস্থলে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। সরকারি হিসেবে নিহতের সংখ্যা ৫ জন বলা হলেও সংখ্যাটি আরও বেশি বলে অভিযোগ শোনা গেছে।
স্থানীয়রা বলছেন, নিহত কয়েকজনের লাশ যেমন তড়িঘড়ি করে সমাহিত করতে বাধ্য করা হয়েছে, তেমনি নিহত অন্যদের তথ্য আড়াল করতেই এভাবে দিনের পর দিন কারফিউ জারি রেখেছে সরকার।
গোপালগঞ্জে ওই সংঘাতের ঘটনায় সন্ত্রাস দমন ও বিশেষ ক্ষমতা আইনে গোপালগঞ্জ সদর থানা, কাশিয়ানী ও কোটালীপাড়ায় পৃথক চারটি মামলা হয়েছে। এসব এখন পযর্ন্ত ২৮৩ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে নিহতের ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।
এ সংক্রান্ত আরও খবর: