ফ্যানের সঙ্গে ঝুলছিল ঢাবি ছাত্রীর মরদেহ

প্রতীকী
প্রতীকী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী আনিকা মেহেরুন নেছার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।

রোববার দিবাগত রাত ২টার দিকে রাজধানীর নিউ মার্কেট এলাকার মাকসুদ ভবন থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ডিএমপি নিউমার্কেট জোনের সহকারী কমিশনার (এসি) মো. তারিক বলেন, নিউমার্কেট এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।

মৃত ২৪ বছর বয়সী সাহি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি নওগাঁয়, বাবার নাম ফিরোজ মিয়া।

নিউ মার্কেট থানার এএসআই রুহুল আমিন বলেন, “একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে চারজন শিক্ষার্থী একসঙ্গে বসবাস করতেন। গতকাল ঘটনার সময় একজন বাসায় ছিলেন না।”

“একটি রুমে এক শিক্ষার্থীকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে বাকি দুইজন আতঙ্কিত হয়ে পড়েন। পরে পাশের ফ্ল্যাটের একজনের দেওয়া খবরে পুলিশ ঘটনাস্থলে যায়। ঝুলন্ত অবস্থায় থাকা ওই শিক্ষার্থীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

এ ঘটনায় বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) এক ছাত্রকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

পুলিশের ধারণা, প্রেমঘটিত কারণে সাহি আত্মহত্যা করে থাকতে পারে।

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন