ইউনূসের সমালোচনা করে পাসপোর্ট ‘খোয়ালেন’ কূটনীতিক হারুন

ফেইসবুকে সমালোচনা করার জের ধরে সাবেক রাষ্ট্রদূত হারুন আল রশিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বাংলাদেশ সরকার।
ফেইসবুকে সমালোচনা করার জের ধরে সাবেক রাষ্ট্রদূত হারুন আল রশিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বাংলাদেশ সরকার।

মরক্কোর সদ্য বিদায়ী রাষ্ট্রদূত মোহাম্মদ হারুন আল রশিদ ও তার পরিবারের সদস্যদের পাসপোর্ট বাতিলের সিদ্ধান্তের কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়, যা এসেছে মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে ফেইসবুকে পোস্ট দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে।

শুক্রবার এক বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ১১ ডিসেম্বর হারুন আল রশিদকে দেশে প্রত্যাবর্তন ও অনতিবিলম্বে মন্ত্রণালয়ে যোগদানের জন্য আদেশ দেওয়া হয়েছিল। তবে তিনি পদে বহাল থেকে গত ২৭ ফেব্রুয়ারি ২০২৫ দায়িত্ব ত্যাগ করেন।

“বাংলাদেশে ফিরে আসার পরিবর্তে, তিনি বিভিন্ন অজুহাতে তার যাত্রা বিলম্বিত করেন। মন্ত্রণালয়ের পূর্বানুমোদন ছাড়াই তিনি মরক্কোর রাবাত থেকে কানাডার অটোয়ায় চলে গেছেন বলে জানা গেছে। গত ৬ মার্চ তার অটোয়া থেকে ঢাকায় ফিরে আসার কথা থাকলেও তিনি ফেরত আসেননি।”

সংবাদ বিজ্ঞপ্তিতে হারুনের লেখা ফেইসবুক পোস্টের কথাও তুলে ধরা হয়।

এতে বলা হয়, ওই পোস্টে হারুন পূর্ববর্তী নিপীড়ক ফ্যাসিবাদী সরকারের গুণকীর্তনের পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে গত ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে পরিস্থিতি ক্রমশ নৈরাজ্যের দিকে ধাবিত হচ্ছে বলে চিত্রিত করার অপচেষ্টা করেছেন।

পাশাপাশি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসের গৃহীত বিভিন্ন উদ্যোগ ও প্রচেষ্টাসহ বাংলাদেশের সামগ্রিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা করেছেন বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে হারুন আল রশিদ এবং তার পরিবারের সদস্যদের পাসপোর্ট বাতিলের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

মন্ত্রণালয় মোহাম্মদ হারুনের বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানানো হয়।

একইসঙ্গে ভবিষ্যতেও যারা এ ধরনের কর্মকাণ্ড করবে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

এর আগে গত বছরের ৭ অক্টোবর ফেসবুকে ইউনূস সরকারের সমালোচনা করায় বরখাস্ত করা হয় লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মিকে। পাশাপাশি তার বিরুদ্ধে দায়ের করা হয় রাষ্ট্রদ্রোহের মামলা।

তাপসী নামে ওই ম্যাজিস্ট্রেট ফেইসবুকে মুহাম্মদ ইউনূসের সমালোচনা করে লিখেছিলেন, “প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গিয়েছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ! কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে আপনার, মহাশয়।”

কূটনীতিক হারুন আল রশিদ অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসের তীব্র সমালোচনা করে ‘বাংলাদেশকে বাঁচাতে বিশ্ব নেতাদের এগিয়ে আসার’ আহ্বান জানান।

এ সম্পর্কিত আরও খবর:

ইউনূসের কড়া সমালোচনায় ‘রাষ্ট্রদূত’ হারুন, কী লিখেছেন?

আরও পড়ুন

সর্বশেষ

ads