মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে অভিযোগ তুলে বিক্ষোভ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবি করা হয়।
এক প্রতিবেদনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে, রবিবার রাত ১টার দিকে শিক্ষার্থীরা হলপাড়া থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন। এ সময় শিক্ষার্থীদের ‘এক দুই তিন চার, জাহাঙ্গীর গদি ছাড়’, ‘দফা এক দাবি এক, জাহাঙ্গীরের পদত্যাগ’, ‘মা বোনদের নিরাপত্তা দে, নইলে গদি ছাইড়া দে’ – ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়।
মিছিল নিয়ে বিভিন্ন হলের সামনে গিয়ে স্লোগান দেওয়ার পর শিক্ষার্থীরা রাজু ভাষ্কর্যের পাদদেশে গিয়ে জড়ো হন।
মিছিলে থাকা এক শিক্ষার্থী সাংবাদিকদের বলেন, সারাদেশে ছিনতাই, সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার ‘ব্যর্থতার জন্য’ তার পদত্যাগ দাবি করছেন তারা।
বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ সেশনের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। দেশের অনেকগুলো গোয়েন্দা সংস্থাও এর সাথে জড়িত থাকতে পারে আমরা জেনেছি। সেনাবাহিনীকে ছয় মাস আগে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। কিন্তু এই ছয় মাসে কোনো কার্যক্রম করেনি সেনাবাহিনী। আমরা এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ থেকে পদত্যাগের দাবি আসার পর গভীর রাতে ডিওএইচএসের বাড়িতে সংবাদ সম্মেলন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সেখানে তিনি দাবি করেন, ক্ষমতাচ্যুত ‘আওয়ামী লীগের দোসররা’ দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে।