‘ডিসেম্বরে কোন ভোটের প্রস্তুতি’

newspaper

বাংলাদেশের প্রধান সংবাদপত্রগুলো বিভিন্ন বিষয়কে গুরুত্ব দিয়ে রবিবার প্রধান প্রতিবেদন প্রকাশ করেছে। এতে দেশে নির্বাচন ঘিরে নির্বাচন কমিশনের প্রস্তুতি থেকে শুরু করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ব্যাংক খাতে দুরবস্থাসহ নানা বিষয় উঠে এসেছে। এক নজরে দেখে নেওয়া যাক সোমবার কোন সংবাদপত্রে কী শিরোনাম এসেছে।

প্রথম আলো

আত্মপ্রকাশের অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল নিয়ে সোমবার প্রধান প্রতিবেদন করেছে প্রথম আলো। ‘নতুন ছাত্রসংগঠনের নেতৃত্বেও থাকছেন সাবেক সমন্বয়কেরা’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে নতুন যে ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে, তার সম্ভাব্য নাম ‘বিপ্লবী ছাত্রশক্তি’। এ সংগঠনের নেতৃত্বে থাকছেন কার্যক্রম স্থগিত হওয়া ‘গণতান্ত্রিক ছাত্রশক্তি’র সাবেক নেতারা। তাঁদের পাশাপাশি এ সংগঠনের সঙ্গে আরও যুক্ত হচ্ছেন ছাত্র–জনতার আন্দোলনের সময় ছাত্রলীগ থেকে পদত্যাগী এবং আওয়ামী লীগের শাসনামলে ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে বাধ্য হয়ে অংশ নেওয়া শিক্ষার্থীরা।

এ ছাড়া কোনো না কোনোভাবে ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে যুক্ততা ছিল, এমন শিক্ষার্থীদের কেউ কেউ নতুন সংগঠনে থাকছেন। তবে শিবিরের পদধারী কোনো নেতা এই সংগঠনে যুক্ত হচ্ছেন না। ছাত্রসংগঠনটির চারজন উদ্যোক্তার সঙ্গে কথা বলে এসব বিষয় জানা গেছে।

কালের কণ্ঠ

আসন্ন রমজান মাস ঘিরে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ে সোমবার প্রধান  প্রতিবেদন করেছে কালের কণ্ঠ। ‘রোজায় ভোগ্যপণ্যের বাজার: সরবরাহ বেশি, সংকটের শঙ্কা কম’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, রোজা ঘিরে রেকর্ড নিত্যপণ্য আমদানি হয়েছে। এ সময়ের বাড়তি চাহিদা মেটাতে এরই মধ্যে ছোলা, খেজুর, ডাল, পেঁয়াজ, রসুন, চিনি, ভোজ্যতেলসহ বিভিন্ন পণ্যের বিপুল মজুদ নিশ্চিত করেছেন ব্যবসায়ী ও আমদানিকারকরা। ফলে রোজায় অতিমুনাফালোভী চক্র যেভাবে পণ্যের দাম বাড়িয়ে ভোক্তার পকেট কাটে, এবার এ আশঙ্কা নেই; বরং দাম আরো কমতে পারে। তথ্য-উপাত্ত এবং ব্যবসায়ী ও আমদানিকারকরা এমন আভাসই দিচ্ছেন।

তবে পর্যাপ্ত আমদানির মধ্যেও চোখ রাঙাচ্ছে বোতলজাত সয়াবিন তেল। বাজারে এ পণ্যটির সংকট এখনো কাটেনি। হাতেগোনা দু-একটি দোকানে বোতলজাত তেল পাওয়া গেলেও সরকার নির্ধারিত দরের চেয়ে বেশি রাখা হচ্ছে। বোতলজাত সয়াবিন তেল সংকটে দাম বাড়িয়ে বিক্রি করা হচ্ছে খোলা সয়াবিন তেলও।

সমকাল

আগামী জাতীয় নির্বাচন ঘিরে নির্বাচন কমিশনের প্রস্তুতি সংক্রান্ত বিষয় নিয়ে সোমবার প্রধান প্রতিবেদন করেছে সমকাল। ‘সংসদ নির্বাচন আয়োজনে ইসি পুরোনো পথে’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি যেভাবে নেওয়া হচ্ছে, তাতে নতুনত্বের কিছু নেই। শেষ তিন সংসদ নির্বাচন বিতর্কিত হওয়ার পেছনে যারা ‘বড় অনুঘটক’ হিসেবে কাজ করেছে, সেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর মাঠ প্রশাসনের ব্যাপারে এখনও নির্বাচন কমিশনের (ইসি) নেই কোনো পরিকল্পনা। এসব বিষয়ে তারা বরাবরের মতো সরকারের দিকেই তাকিয়ে আছে।

ডিসেম্বর কিংবা আগামী জুন– এ দুই সময়সীমা সামনে রেখে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ইসি। এ লক্ষ্যে সাংবিধানিক এই প্রতিষ্ঠান পুরোনো ধারা মেনে ভোটার তালিকা হালনাগাদ, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন এবং সংসদীয় আসনের সীমানা নির্ধারণের মতো বিষয়ে বেশি জোর দিচ্ছে।

ইত্তেফাক

পিলখানায় ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারির হত্যাযজ্ঞের শিকার এক সেনা কর্মকর্তার স্ত্রীর সাক্ষাৎকার প্রধান প্রতিবেদন হিসেবে ছেপেছে ইত্তেফাক। ‘অফিসারদের মাথার দাম ৫ লাখ টাকা!’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, ‘ঐ দিন কিছুক্ষণ পরপর বিডিআর জওয়ানরা বাসায় এসে দরজা ধাক্কাচ্ছিল। একপর্যায়ে তারা দরজা ভেঙে ফেলে। পুরো বাসা তল্লাশি করে টাকা ও প্রাইজবন্ড যা ছিল নিয়ে যায়। তখন আমার ছোট ছেলে বারবার জওয়ানদের কাছে জিজ্ঞাসা করছিল, আমার বাবা কেমন আছে? প্রথমবার কিছু না বললেও পরে যখন এসেছে, তখন একজন জওয়ান বলল, একজন অফিসারের মাথার দাম ৫ লাখ টাকা। সবার তো মুখ রুমাল দিয়ে বাধা ছিল, ফলে কে কথাটা বলেছে তার চেহারা দেখতে পাইনি। শুধু তার কথাটা কানে এলো। কেন একজন জওয়ান এই কথা বলল, সেই প্রশ্নের উত্তর আমি আজও পাইনি।’ ইত্তেফাককে দেওয়া এক সাক্ষাৎকারে পিলখানায় ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারির নির্মম হত্যাযজ্ঞের স্মৃতিচারণ করতে গিয়ে এসব কথা বলেন শহিদ লেফটেন্যান্ট কর্নেল মো. সাইফুল ইসলামের স্ত্রী বেগম শাহীনুর পারভীন জবা।

যুগান্তর

লুটপাটে দুর্বল হয়ে পড়া দেশের ব্যাংক খাতের এই অবস্থা নিয়ে সোমবার প্রধান প্রতিবেদন করেছে যুগান্তর। “আওয়ামী দুষ্কর্মের দোসর ‘শিক্ষিত তস্কর’: ব্যাক বিনাশে তিন গভর্নর” শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের সময় দেশের অর্থনীতি ও ব্যাংক খাতে রীতিমতো ‘ধ্বংস’  হয়ে গেছে। এত ব্যাংক লুট বিশ্বের কোথাও হয়নি। নজিরবিহীনভাবে পাচার হয়েছে এসব টাকার সিংহভাগ। আশঙ্কাজনভাবে বেড়েছে খেলাপি ঋণ। এতে অতি মাত্রায় দুর্বল হয়ে পড়েছে গোটা ব্যাংক খাত। এরপর থেকেই দেশের সার্বিক অর্থনীতিতে শুরু হয় ‘রক্তক্ষরণ’। যা এখনো অব্যাহত।

এসব নীতিবহির্ভূত কর্মকাণ্ডে সহায়তা করেছেন ব্যাংক ও অর্থনীতি সুরক্ষার দায়িত্বে থাকা কেন্দ্রীয় ব্যাংকের সাবেক তিন গভর্নর-ড. আতিউর রহমান, ফজলে কবির ও আব্দুর রউফ তালুকদার। তাদের নীতিগত ও প্রত্যক্ষ সহযোগিতায় ব্যাংক দখল, লুট, বড় বড় জালিয়াতির ঘটনা ঘটে। ব্যাংক বিনাশে আওয়ামী দুষ্কর্মের এই তিন দোসর ‘শিক্ষিত তস্কর’ হিসাবে সবার কাছে পরিচিত। তাদের বিচারের দাবিও উঠেছে বিভিন্ন মহল থেকে। আলোচিত রিজার্ভ চুরিসহ অর্থনীতি ও ব্যাংক খাতে লুটপাটের প্রথম সুযোগ করে দিয়েছেন ড. আতিউর রহমান। তিনি সরকারের পতনের আগেই দেশত্যাগ করেন। ফজলে কবিরের আমলে আতিউরের প্রণীত নীতির মাধ্যমে অপকর্মের মাত্রা আরও বেড়ে যায়। শুরু হয় ব্যাংক দখল। আর আব্দুর রউফ তালুকদারের সময়ে অর্থনীতি ও ব্যাংকে নজিরবিহীন লুটপাট ও টাকা পাচারের ঘটনা ঘটে। এমনকি তিনি নিজেই উদ্যোগী হয়ে ব্যাংক দখলে সহায়তা করেন।

বণিক বার্তা

ব্যাংক খাতে খেলাপি ঋণের চিত্র নিয়ে সোমবার প্রধান প্রতিবেদন করেছে বণিক বার্তা।  ‘ব্যাংক খাত: খেলাপি ঋণের হার ৩০% ছাড়িয়েছে’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, দেশের ব্যাংকগুলো থেকে গত দেড় দশকে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে যেসব ঋণ বিতরণ করা হয়েছে, তার বেশির ভাগই এখন আর ফেরত আসছে না। এর প্রভাবে সরকারি-বেসরকারি প্রায় সব ব্যাংকেরই খেলাপি ঋণ অস্বাভাবিক হারে বেড়ে গেছে। গত ডিসেম্বরেই ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ৫ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। অর্থনীতির হৃৎপিণ্ড হিসেবে স্বীকৃত খাতটির ৩০ শতাংশেরও বেশি ঋণ এরই মধ্যে খেলাপির খাতায় উঠে গেছে বলে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে।

নয়া দিগন্ত

২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে ঘোষণার সংবাদটিকে সোমবার প্রধান প্রতিবেদন করেছে নয়া দিগন্ত। ‘২৫ ফেব্রুয়ারি শহীদ সেনা দিবস ঘোষণা’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, ষোলো বছর আগে কথিত বিডিআর বিদ্রোহে নিহত হন ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি স্বৈরাচার শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষতমায় আসার পর দেশপ্রেমিক এসব সেনা কর্মকর্তাকে পিলখানায় হত্যা করা হয়। নৃশংস এই হত্যাকাণ্ডের দিনটিকে (২৫ ফেব্রুয়ারি) ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এ বছর থেকে ২৫ ফেব্রুয়ারি ‘জাতীয় শহীদ সেনা দিবস’ দিবস পালন ও দিবসটিকে ‘গ’ শ্রেণিভুক্ত হিসেবে পালন করা হবে।

দেশ রূপান্তর

‘অপারেশন ডেভিল হান্ট’ নামে দেশজুড়ে চলমান যৌথবাহিনীর অভিযান নিয়ে সোমবার প্রধান প্রতিবেদন করেছে দেশ রূপান্তর। ‘ডেভিল হান্টেও বাড়ছে ডেভিল’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়েও মহাসড়কে ডাকাতির ঘটনা ঘটছে। গত ১৪ জানুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ বন্দরের কেওঢালা এলাকায় র‌্যাব সদস্য পরিচয়ে বাস থামিয়ে প্রবাসফেরত দুই যাত্রীকে নামিয়ে মাইক্রোবাসে ওঠানো হয়। পরে তাদের কাছ থেকে সর্বস্ব লুট করে পালিয়ে যায় ডাকাতরা। শুধু এ চারটি ঘটনাই নয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে দেশ জুড়ে চলমান যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর মধ্যেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে একের পর এক ঘটছে চাঞ্চল্যকর বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড।

আজকের পত্রিকা

ডিসেম্বরে নির্বাচন আয়োজন ঘিরে নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়ে সোমবার প্রধান প্রতিবেদন করেছে আজকের পত্রিকা। ‘ভোটের রাজনীতি: ডিসেম্বরে কোন ভোটের প্রস্তুতি’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ডিসেম্বরে দেশে নির্বাচন দিতে চায় সরকার। সম্প্রতি দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের এক অধিবেশনে এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নির্বাচন কমিশনও (ইসি) সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে। তবে সেটি স্থানীয় নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, নাকি গণপরিষদ নির্বাচন—তা নিয়ে এখনো ধোঁয়াশা থেকে গেছে। কারণ, নির্বাচন নিয়ে বড় রাজনৈতিক দলগুলো ও ছাত্র-জনতার অভ্যুত্থানের অংশীজনদের মধ্যে বড় ধরনের মতপার্থক্য থাকায় সে বিষয়ে অস্পষ্টতা আছে।

বিএনপি দ্রুত জাতীয় সংসদ নির্বাচন চায়। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন বা অন্য কোনো ভোটের আয়োজন হলে তা প্রতিহত করার ঘোষণাও দিয়েছে দলটি। জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে সোচ্চার দলটি চায়, মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার নির্বাচন নিয়ে সব রকম অস্পষ্টতা দূর করতে একটি রূপরেখা ঘোষণা করুক।

ডেইলি স্টার

রাজধানীতে অবনতি হওয়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সোমবার প্রধান প্রতিবেদন করেছে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার। ‘ Growing unease in the city amid crime spree’শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে,রাজধানীর বিভিন্ন স্থানে অল্প সময়ের মধ্যেই একাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটায় গতকাল রাতে আতঙ্কে কাটিয়েছে ঢাকাবাসী। গত কয়েকদিন ধরে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, অপরাধের ধারাবাহিকতার কারণে মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে।

গতকাল রোববার দুর্বৃত্তরা বন্দুক এবং ছুরি নিয়ে মানুষের ওপর আক্রমণ করছে এমন ভিডিও ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে মানুষ। পরে রোববার দিবাগত রাত ১টার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টার নিষ্ক্রিয়তা এবং অপরাধ দমনে ব্যর্থতার জন্য অবিলম্বে পদত্যাগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকশ মানুষ বিক্ষোভ করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী ভোর ৩টায় তাড়াহুড়ো করে ডাকা এক সংবাদ সম্মেলনে আইনশৃঙ্খলার অবনতির জন্য আওয়ামী লীগের সহযোগীদের দায়ী করেন।

আরও পড়ুন